সদ্য শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। এবার ফের শুরু হচ্ছে ক্লাব ফুটবল। ইতিমধ্যেই নিজেদের ক্লাবে যোগ দিচ্ছেন বিভিন্ন ফুটবলাররা। কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র যোগ দিয়েছেন নিজের ক্লাব পিএসজিতে। তবে এরই মধ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর। এমবাপে নাকি পিএসজিতে থাকার জন্য ক্লাবকে দিয়েছেন তিনটে শর্ত। তিনি নাকি প্যারিসের ক্লাবটিকে জানিয়ে দিয়েছেন, তিনটে শর্ত না মানলে ক্লাব ছাড়বেন এমবাপে। এমনটাই খবর স্প্যানিশ সংবাদমাধ্যমের।
সেই স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এমবাপের পিএসজিকে দেওয়া প্রথম শর্তই হল নেইমারকে রিলিজ করতে হবে। এমনিতে এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৪-২৫ সিজন পর্যন্ত। এদিকে বিশ্বকাপের সময় মেসির সঙ্গে ফরাসি তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে বলা হচ্ছে, মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এখনও অটুট রয়েছে এমবাপের। তবে নেইমারের সঙ্গে তাঁর সমস্যা রয়েছে।
দ্বিতীয়ত শর্ত হল, বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরকে সরিয়ে জিনেদিন জিদানকে নিয়ে আসার কথাও বলেছেন এমবাপে। জিদানের এমনিতে ফ্রান্স অথবা ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার জোরালো সম্ভবনা রয়েছে।
তৃতীয়ত শর্ত হল, নেইমারকে ছেড়ে দিয়ে পিএসজির সামনে দুজনকে নিয়ে আসার শর্ত দিয়েছেন এমবাপে। লেওয়ানডস্কি অথবা হ্যারি কেন-কে সতীর্থ হিসাবে পেতে আগ্রহী এমবাপে।
গতবছর পিএসজিতে নতুন করে সই করেন এমবাপে। সেই সময়ে এমবাপেকে ক্লাবের তরফে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে এমবাপের অনুযোগ তাঁকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি ফ্রান্সের ক্লাবটি।
আরও পড়ুন:‘সূচি নিয়ে যতটা মাথা ঘামানোর দরকার ততটা হচ্ছে না’, সূচি নিয়ে আইসিসিকে তোপ স্টোকসের