Sunday, November 9, 2025

নেইমারদের নতুন কোচ হিসাবে জিদানকে চাইছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন

Date:

সদ্য শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। ২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছেন আর্জেন্তিনা। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কোচ তিতে। এরপর সেলেকাওদের নতুন হেড কোচ খোঁজার কাজ শুরু হয়েছে। একের পর এক শোনা যায় এই পদের জন‍্য। কখনও গুয়ার্দিওয়ালা তো কখনো মরিনহো। আর এখন শোনা যাচ্ছে নেইমারদের কোচের জন‍্য এগিয়ে জিনেদিন জিদান।

এক ফরাসি পত্রিকার  রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলের নতুন ম্যানেজার হিসেবে জিনেদিন জিদানের প্রতি আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। এবং যা খবর, ব্রাজিলীয় কোচ নিয়োগের রীতি ভাঙতে পারে সে দেশের ফুটবল সংস্থা।

২০২১ সালের মে মাস থেকে কোচিংয়ের বাইরে রয়েছেন জিদান। তারপর ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড সহ একাধিক ক্লাবের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে তিনি জাতীয় দলেই কোচিং করাতে চাইছেন ফরাসি এই কিংবদন্তী।

কয়েক দিন আগে অবধি খবর ছিল, ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন জিনেদিন জিদান। কিন্তু বিশ্বকাপের ফাইনালের পর দিদিয়ের দেশঁর প্রতি আস্থা রয়েছে ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশনের। আর সেই কারণে আগামী সপ্তাহ অবধি অপেক্ষা রয়েছে, যদি দেশঁ নিজের চুক্তি বাড়িয়ে নেন।

যদি দেশঁ ফ্রান্স কোচের দায়িত্বে থেকে যান, সেক্ষেত্রে জিদানকে প্রস্তাব দিতেই পারে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ এবং দুইবার লা লিগা জিতিয়েছেন জিদান।

আরও পড়ুন:নর্থইস্টের কাছে ম‍্যাচ হেরে কী বললেন বাগান কোচ?

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version