ফের বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ(Covid 19)। ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টকে নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World health organisation)। এখানে পরিস্থিতির মাঝে করোনার চিকিৎসায় নয়া ওষুধ ‘নির্মাকম’কে(Nirmakam) অনুমোদন দিল হু। ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেটেরো নির্মিত ‘নির্মাকম’ বিশ্বের প্রথম Oral Drug যাকে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্কার তরফে দাবী করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের মৃদু এবং মধ্য উপসর্গযুক্ত রোগীদের জন্য অত্যন্ত কার্যকরি। সংস্থার দাবি, নির্মাট্রেলবির ১৫০ মিলিগ্রামের দুটি ট্যাবলেট ও রিতোনাভির ১০০ মিলিগ্রামের একটি ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। এই ওষুধ তারা ব্যবহার করতে পারবেন যাদের হাসপাতালে ভর্তি হওয়ার মত গুরুতর ঝুঁকি রয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা প্রবীণ ব্যক্তিরা। এর পাশাপাশি যারা টিকা নেননি তাদের জন্য এই ওষুধ অত্যন্ত কার্যকর। সংক্রমিত হওয়ার পাঁচ দিনের মধ্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই ওষুধ।

সংস্থার তরফে দাবী করা হয়েছে, নির্মাকম ভারতে হেটেরোর ইউনিটগুলিতে উত্পাদিত হবে। হেটেরো গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ভামসি কৃষ্ণ বান্ডি বলেন, “নির্মাকমের জন্য প্রাথমিক WHO অনুমোদন পাওয়া COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের পাশাপাশি অন্যান্য দেশগুলিতে স্বল্প মূল্যে এই ওষুধ পৌঁছে দিতে আমরা কাজ করে যাব।”
