Thursday, August 28, 2025

সপরিবারে গাড়ি দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি

Date:

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদি(Prahlad Modi)। মঙ্গলবার দুপুরে সপরিবারে বান্দিপুরাতে (Bandipura) যাওয়ার পথে কর্ণাটকের মাইসুরুর কাছে দুর্ঘটনার কবলে পড়ে প্রহ্লাদের গাড়ি। দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন প্রহ্লাদ মোদি, তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ ও নাতি। সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বান্দিপুরা যাওয়ার পথে কর্ণাটকের মাইসুরুর (Mysuru) কাছে দুর্ঘটনায় পড়ে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কোনওভাবে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এতেই গাড়ির সামনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা সকলেই কমবেশি আহত হন। তবে সবেচেয়ে বেশি আঘাত পেয়েছে প্রহ্লাদের নাতি। তার পা ভেঙেছে বলে জানা গিয়েছে। এঁদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিতসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ভাই হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী প্রহ্লাদ। গত আগস্টে দাদার বিরোধিতায় তৃণমূল (TMC) নেতাদের সঙ্গে হাত মেলান প্রহ্লাদ মোদি। সদলবলে দিল্লিতে (Delhi) দেখা করেছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) সঙ্গে। এর আগে দিল্লির যন্তর-মন্তরে ধরনায় বসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রেশন ডিলারদের বঞ্চনার অভিযোগ করতে দেখা গিয়েছিল প্রহ্লাদ মোদিকে। এরপরেই নিজেদের সমস্যা সমাধানে তৃণমূলের দুয়ারে হাজির হয়ে প্রধানমন্ত্রীর ভাই কেন্দ্র সরকারকে বার্তা দিয়েছিলেন। তবে প্রহ্লাদ সবসময়েই বলে থাকেন, তিনি তাঁর ভাইয়ের বিরুদ্ধে নন, তাঁদের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version