নাগাল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শুরু বাংলার, পাঁচ উইকেট নিলেন প্রদীপ্ত

প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান করল তারা। কুয়াশার জন্য খেলা শুরু হতে দেরি হয়। 

রঞ্জি ট্রফির এলিট গ্রুপের তৃতীয় ম্যাচে প্রথম দিনেই ভালো শুরু বাংলার। প্রথম দিনই বাংলার বিরুদ্ধে মুখ থুবড়ে নাগাল্যান্ড। প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান করল তারা। কুয়াশার জন্য খেলা শুরু হতে দেরি হয়। বাংলার হয়ে দুরন্ত বোলিং প্রদীপ্ত প্রামাণিকের। ৫টি উইকেট নিয়েছেন তিনি। এদিন দলে ফিরলেন অভিমন‍্যু ঈশ্বরন। তিনি দলে ফিরলেও বাংলা দলকে নেতৃত্ব দিলেন মনোজ তিওয়াড়ি।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় নাগাল‍্যান্ড। নাগাল‍্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন চেতন বিস্ট। রংসেন জনাথান এবং ইম্লিওয়াটি লেমটুর দুজনেই করেন ২৫ রান। নাগাহো ছিশি করেন ১৪ রান । বাংলার হয়ে পাঁচ উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। একটি করে উইকেট নেন ইশান পোরেল এবং শাহবাজ আহমেদ। এদিন ম্যাচে অভিষেক হয় অলরাউন্ডার করণ লালের।

এদিন বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলেন, “টস জিতলে আমরা আগে বল করতাম। দারুণ উইকেট। স্পিনারদের সাহায্য করছে। তবে এখানে বেশ ঠান্ডা। হাওয়াও দিচ্ছে। শুরুটা ভালো হয়েছে।”


 

Previous articleকলকাতার বুকে জমজমাট ইনডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার
Next articleমিশন নির্মল বাংলার নামে তোলাবাজি ! কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি