Wednesday, August 27, 2025

Covid Mock Drill: কোভিড মোকাবিলায় দেশজুড়ে মকড্রিল, উপস্থিত স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী

Date:

নতুন করে থাবা বসাতে শুরু করেছে কোভিড ১৯ (Covid 19) । নয়া উপরূপ নিয়ে চিন্তায় বিশ্ব। দুবছর আগের স্মৃতি যাতে আর না ফিরে আসে সেই ভাবনা থেকেই সতর্ক ভারত (India)। কোভিড মোকাবিলায় কতটা তৈরি দেশ তা জানতে মঙ্গলবার দেশের সব স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre)মকড্রিল করা হল। কোভিড প্রস্ততি খতিয়ে দেখতেই এই আয়োজন। স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যর (Mansukh Mandavya)উপস্থিতিতে দিল্লির সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital, Delhi) এই মকড্রিল (Mock Drill)হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) জানিয়েছেন, এই মহড়ায় অংশ নিচ্ছেন সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও আধিকারিকরা।

চিনের অবস্থা ভয়াবহ, তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে চায় ভারত সরকার। স্বাস্থ্যমন্ত্রক বলছে কোভিড ১৯ (COVID-19)সম্পর্কিত যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলি তৈরি কিনা তা দেখে নেওয়ার সময় এসেছে। দেশের সব রাজ্যের সব জেলায় স্বাস্থ্য সুবিধা কতটা রয়েছে,পর্যাপ্ত আইসোলেশন বেড আছে কিনা, অক্সিজেন সাপোর্ট সহ বেড, ICU এবং ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া বেড পর্যাপ্ত পরিমাণে মজুদ কিনা সবটাই নজরে রাখা হয় মক ড্রিলে। ভারতে কোভিড ১৯ এর বাড়বাড়ন্ত তেমন না হলেও প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না। কোভিড-উপযুক্ত আচরণবিধি অনুসরণ করতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পরতে এবং টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে কোন হাসপাতালে কী ধরনের ব্যবস্থা রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্যগুলিকে ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। কলকাতায় আপাতত এম আর বাঙুর (M R Bangurv Hospital), বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital) ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে (Shambhunath Pandit Hospital) প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোভিড ১৯ রোগী এলে এই ৩টি হাসপাতালেই ভর্তি করা হবে বলে জানা যাচ্ছে। নতুন ভ্যারয়েন্ট নিয়ে উদ্বেগজনিত পরিস্থিতিতে আজ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। উপস্থিত ছিলেন শতাধিক চিকিৎসক। কোভিড ১৯ -এর বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত চিকিৎসককে ফের সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।


 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version