Friday, August 22, 2025

সাতসকালে মুর্শিদাবাদে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা! মৃ*ত ১, আহত ১২

Date:

সাতসকালে মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত বাস চালক। গুরুতর জখম লরির চালক সহ ১২ জন বাস যাত্রী। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:সাতসকালে শহরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃ*ত তরুণী

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ লাগে। তাতেই গুরুতর জখম হন বাস ও লরির চালক সহ ১২ জন বাস যাত্রী।তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বাস চালককে মৃত বলে জানান চিকিৎসকরা। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন একাধিক আহতের পরিবারের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের জানান, জলঙ্গি রাজ্য সড়ক এমনিতেই বেশি চওড়া নয়। কুয়াশার মধ্যে একটি গাড়ির পাশ কাটাতে গিয়েছিলেন বাস চালক। উল্টোদিক থেকে আসছিল একটি পণ্যবাহী লরি। এমতাবস্থায় বাসটি সজোরে গিয়ে লরিতে ধাক্কা মারে। বাসটির গতিবেগ বেশি থাকায় দুমড়ে মুচড়ে যায় বাস ও লরির সামনের অংশ। তবে বাসের ভেতরেই আটকে পড়েন যাত্রীরা। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে ছুটে আসেন। প্রাথমিকভাবে তারাই কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

বাসের সামনের অংশটা রীতিমতো কেটে বার করে আনা হয় চালককে। একে একে বাস যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গিয়েছে।
এদিকে ভয়াবহ এই বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে জলঙ্গি রাজ্য সড়কেও ব্যাপক যানজট তৈরি হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ করছে পুলিশ।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version