Monday, November 10, 2025

সাতসকালে মুর্শিদাবাদে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা! মৃ*ত ১, আহত ১২

Date:

সাতসকালে মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত বাস চালক। গুরুতর জখম লরির চালক সহ ১২ জন বাস যাত্রী। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:সাতসকালে শহরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃ*ত তরুণী

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ লাগে। তাতেই গুরুতর জখম হন বাস ও লরির চালক সহ ১২ জন বাস যাত্রী।তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বাস চালককে মৃত বলে জানান চিকিৎসকরা। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন একাধিক আহতের পরিবারের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের জানান, জলঙ্গি রাজ্য সড়ক এমনিতেই বেশি চওড়া নয়। কুয়াশার মধ্যে একটি গাড়ির পাশ কাটাতে গিয়েছিলেন বাস চালক। উল্টোদিক থেকে আসছিল একটি পণ্যবাহী লরি। এমতাবস্থায় বাসটি সজোরে গিয়ে লরিতে ধাক্কা মারে। বাসটির গতিবেগ বেশি থাকায় দুমড়ে মুচড়ে যায় বাস ও লরির সামনের অংশ। তবে বাসের ভেতরেই আটকে পড়েন যাত্রীরা। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে ছুটে আসেন। প্রাথমিকভাবে তারাই কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

বাসের সামনের অংশটা রীতিমতো কেটে বার করে আনা হয় চালককে। একে একে বাস যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গিয়েছে।
এদিকে ভয়াবহ এই বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে জলঙ্গি রাজ্য সড়কেও ব্যাপক যানজট তৈরি হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ করছে পুলিশ।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version