Monday, November 10, 2025

বড়দিনে বান্ধবী জর্জিনার কাছ থেকে বিশেষ উপহার পেলেন রোনাল্ডো

Date:

বড়দিনে বান্ধবী জর্জিনা রড্রিগেজের কাছ থেকে বড় উপহার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর কাছে সান্তা হয়ে এলেন জর্জিনা। বড়দিনে রোনাল্ডোকে একটি রোলস র‍য়‍্যালস গাড়ি উপহার দিলেন তিনি। যেই উপহার পেয়ে আপ্লুত সিআরসেভেন। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন জর্জিনা। সেখানেই দেখা যায় বড়দিনে রোনাল্ডোকে রোলস রয়‍্যালস উপহার দেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন জর্জিনা। সেই পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাদের নিয়ে রোনাল্ডো বাড়িতে ঢোকার ঠিক আগেই দেখেন জর্জিনার দেওয়া রোলাস রয়েস গাড়িটি। রোনাল্ডো অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সেই গাড়ির দিকে। বিস্ময় কাটতেই রোনাল্ডো এবং বাকি সদস্যরা গিয়ে ওঠেন সেই গাড়িটিতে। একই সঙ্গে বাচ্চাদের নতুন খেলনা উপহার দেন জর্জিনা। জর্জিনা সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ”এ ম্যাজিক ক্রিস্টমাস নাইট। আমি ওদের ভালবাসি। ধন্যবাদ স্যান্টা।”

বান্ধবীর কাছ থেকে এই উপহার পেয়ে রোনাল্ডো তার ইনস্টা স্টোরিতে লেখেন,”আমার ভালবাসা, তোমায় অনেক ধন্যবাদ।” স্বাভাবিক ভাবেই বিশ্বকাপে হারের পর ভেঙে পড়েছিলেন রোনাল্ডো। এটাই ছিল তাঁর শেষ বিশ্বকাপ।

তবে চলতি বছর একেবারেই ভালো যাচ্ছে না রোনাল্ডোর। এপ্রিলে যমজ সন্তান হয় রোনাল্ডো ও জর্জিনার। একটি পুত্র এবং কন‍্যা জন্মদেন জর্জিনা। তবে জন্মের পরই মারা যায় তাদের পুত্র সন্তান। এরপর থেকেই একের পর এক ধাক্কা সহ্য করতে হচ্ছে পর্তুগিজ তারকাকে। মরশুমের মাঝেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তাঁর। এছাড়াও  বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর, স্পেন ও দুবাইতে গিয়ে অনুশীলন সারেন রোনাল্ডো। নতুন কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে সরকারি ঘোষণা হয়নি। শোনা গিয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে পারেন তিনি। যদিও সরকারি ঘোষণা এখনও হয়নি।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version