চলতি আইএসএল-এ ভালো জায়গায় রয়েছে এটিকে মোহনবাগান। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে জুয়ান ফেরান্দোর। তবে চলতি আইএসএল-এ গোলের সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে ব্যর্থ হচ্ছে বাগান ব্রিগেড। আর তাই এই সমস্যা মেটাতে আক্রমণ ও মাঝমাঠে জোর বাড়াতে চলেছে এটিকে মোহনবাগান। জানা যাচ্ছে, জনি কাউকোর পরিবর্ত হিসেবে ফেডেরিকো গ্যালেগোকে পেতে ঝাঁপাল মোহনবাগান। একই সঙ্গে জামশেদপুরের ভারতীয় স্ট্রাইকার ঈশান পান্ডিতাকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নিতে আগ্রহী সবুজ-মেরুন কর্তারা। এছাড়াও জানা যাচ্ছে, আগামী বছর কেরালা ব্লাস্টার্সের প্রতিভাবান মিডফিল্ডার পুইতিয়াকে সই করাতে চলেছে মোহনবাগান। সূত্রের খবর, ইতিমধ্যে পুইতিয়াকে চুড়ান্ত করে ফেলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। মরশুম শেষে চুক্তি শেষ হতে চলেছে পুইতিয়ার।

৩২ বছর বয়সি গ্যালেগো আইএসএলের পরিচিত মুখ। উরুগুয়ান অ্যাটাকিং মিডফিল্ডার টানা তিনটে মরশুম নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলার পর, গত বছর দেশে ফিরে গিয়েছিলেন। যা পরিস্থিতি, তাতে গ্যালেগোর সবুজ-মেরুন জার্সি গায়ে চাপানো শুধুই সময়ের অপেক্ষা মাত্র। জানা গিয়েছে, গ্যালেগোর সঙ্গে মোহনবাগান কর্তাদের কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। চুক্তিপত্রে সই করে দিলেই তাঁর নাম সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হবে।

অন্যদিকে, মনবীর সিংয়ের চোট। তাই কোচ জুয়ান ফেরান্দো একজন ভারতীয় স্ট্রাইকারের খোঁজে ছিলেন। তাঁর পরামর্শ মেনেই পান্ডিতাকে নিতে চাইছেন ক্লাব কর্তারা। ২৪ বছর বয়সি পান্ডিতা আবার জামশেদপুরের সঙ্গে চুক্তিবদ্ধ। আগের ম্যাচে গোলও করেছেন। পান্ডিতাকে পেতে ট্রান্সফার ফি দিতেও রাজি মোহনবাগান। তবে শেষ পর্যন্ত জামশেদপুর তাঁকে ছাড়বে কি না, সেটাই দেখার।

এদিকে, মোহনবাগান কোচের পাখির চোখ এফসি গোয়া ম্যাচ। লিগের লাস্টবয় নর্থইস্টের কাছে অপ্রত্যাশিত হারের পর, বুধবার গোয়াকে হারিয়ে তিন পয়েন্ট পেতে মরিয়া প্রীতম, কোলাসোরাও। তবে গোয়া ম্যাচের আগে সবুজ-মেরুন শিবিরকে চিন্তায় রাখছে চোট-আঘাত সমস্যা। জুয়ান নিজেই জানিয়েছেন, এই মুহর্তে তাঁর হাতে ফিট ফুটবলার মাত্র ১৭ জন!
