Tuesday, August 26, 2025

নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Teacher Recruitment Case) তদন্তে এবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ এক স্কুল শিক্ষা দফতরের কর্মচারীকে তলব করল সিবিআই (CBI)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল। তবে শুধু প্রাক্তন মন্ত্রীর বাসভবনই নয়, তাঁর ব্যক্তিগত কার্যালয়েও নিয়মিত যাতায়াত ছিল ওই কর্মচারীর। সিবিআই বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে (Nizam Palace) তলব করে। পার্থর ব্যক্তিগত কার্যালয়ে তিনি কী কাজ করতেন, কার কার যাওয়া আসা ছিল ওই অফিসে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যও তাঁকে জানাতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

তবে এই প্রথম নয়, এর আগেও পার্থ-ঘনিষ্ঠ এই শিক্ষা দফতরের কর্মীকে দেখা গিয়েছিল সিবিআই দফতরে। কিন্তু তখন সিবিআই তাঁকে তলব করেনি। কিন্তু বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা তাঁকে বেশ কিছু নথি সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। তবে শুধু পার্থ চট্টোপাধ্যায়ের ওই ঘনিষ্ঠ কর্মচারীই নন, প্রাক্তন মন্ত্রীর বাড়ির কর্মচারী, পরিচারকদেরও তলব করেছে সিবিআই। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ নিজাম প্যালেসে তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Investigation Agency)। সিবিআই সূত্রে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যারা রান্নাবান্না সহ বিভিন্ন কাজ সামলান তাঁদের ওইদিন নিজাম প্যালেসে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কারা আসতেন সেই বিষয়ে জানতে চাওয়া হবে।

উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে অনেকেই দেখা করতে আসতেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ধারণা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে বিভিন্ন সময় দেখা করতেন শান্তিপ্রসাদ সিনহা (Shanti Prasad Sinha), অশোক সরকার (Ashok Sarkar) সহ পর্ষদের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বিষয়েই পার্থর বাড়ির কর্মচারী, পরিচারকদের থেকে জানতে চাইবেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি জিজ্ঞাসাবাদে উঠে আস্তে পারে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) প্রসঙ্গও। তাঁদের বয়ান সাপ্লিমেন্টারি চার্জশিটের (Supplementary Charge Sheet) অন্তর্ভুক্ত করা হবে।

 

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version