Tuesday, May 6, 2025

কাঁথি পুরসভায় ব্যাপক দুর্নীতি: গ্রেফতার সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ঠিকাদার

Date:

দুর্নীতির অভিযোগে অধিকারীদের ঘনিষ্ঠ কাঁথি পুরসভার(Kontai Municipalty) এক ঠিকাদারকে ফের গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ(Police)। ধৃত ঠিকাদার রামচন্দ্র পন্ডা, কাঁথি থানার আঠিলাগড়ির বাসিন্দা৷ গত ৪ নভেম্বর কাঁথি রাঙ্গামাটি শ্মশান কেলেঙ্কারির স্টল দুর্নীতি মামলায় এই রামচন্দ্র পণ্ডাকে(Ramchandra Panda) গ্রেফতার করেছিল কাঁথি থানার পুলিশ। এবার ভূয়ো শংসাপত্র দিয়ে কাঁথি পুরসভায় ঠিকাদারি করার অভিযোগ উঠেছে সেই রামচন্দ্রের বিরুদ্ধে।

গত ২৫ ডিসেম্বর কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডার স্ত্রী কাকলি পণ্ডা কাঁথি থানায় রামচন্দ্র পন্ডার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।তদন্তে নেমে পুলিশ এই ঠিকাদারকে গ্রেফতার করে। তাকে বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে আদালতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। কাঁথি আদালতের বিচারক রামচন্দ্রের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১১ – ২০২১ সাল পর্যন্ত কাঁথি পুরসভার পুরপ্রধান ছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী(Soumendu Adhikari)। তিনি এখন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। গ্রেফতার হওয়া রামচন্দ্র পণ্ডা, সৌমেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সেই সময় কাঁথি পুরসভায় একাধিক ঠিকাদারির কাজ করেন রামচন্দ্র পণ্ডা। অধিকারীদের ঘনিষ্ঠ এই ঠিকাদারের বিরুদ্ধে আগেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কাঁথি পুলিশের দাবি, ঠিকাদারি করতে হলে শংসাপত্র দিতে হয়। কিন্তু এই ঠিকাদার ‘ভুয়ো’ শংসাপত্র দিয়ে কাজ পেয়েছিলেন বলে অভিযোগ। আবার কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগও উঠেছে। কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন, এই বিষয়ে রামচন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টির তদন্ত করা হবে।

Related articles

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...
Exit mobile version