কোথা থেকে কীভাবে মিলবে ন্যাজাল ভ্যাকসিন? জেনে নিন নিয়মাবলী

চিনে সংক্রমণ ছড়াচ্ছে কোভিড। করোনা ভাইরাসের উপরূপ বিএফ.৭ নিয়ে উদ্বিগ্ন ভারতও। সেই উদ্বেগের মধ্যেই নাক দিয়ে নেওয়ার টিকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। তবে প্রথমে এই টিকা বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে বলে জানিয়েছে সরকার। জিএসটি-সহ এই টিকার মূল্য পড়বে ৮০০ টাকা। যা নিতে সরাসরি হাসপাতালে না গিয়ে আগাম কো উইন পোর্টালের মাধ্যমেই সংরক্ষণ করতে পারবেন সকলেই।

আরও পড়ুন:কোভিড রুখতে মরিয়া কেন্দ্র! ন্যাজাল ভ্যাকসিনে মিলল ছাড়পত্র

কো উইন পোর্টালেই সংরক্ষণ করা যাবে নাক দিয়ে নেওয়ার করোনা- টিকা। কেন্দ্র সম্প্রতিই এই টিকায় অনুমোদন দিয়েছে। ভারত বায়োটেক এর তৈরি ইনকোভ্যাক- কে বুস্টার টিকা হিসাবে ব্যবহার করার স্বীকৃতি দিয়েছে তারা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, যাঁরা টিকা নিতে ইচ্ছুক, তাঁরা সরকার স্বীকৃত ওয়েব পোর্টাল কো উইন থেকেই এই সূচ বিহীন টিকা সংরক্ষণ করতে পারবেন।কিন্তু কীভাবে নেওয়া যাবে টিকা? আসুন জেনে নিই-

১) ইতিমধ্যেই কোভ্যাক্সিন বা কোভিশিল্ড এর দুটি টিকা নেওয়া হয়ে গিয়েছে যাঁদের, তাঁরা। তবে ১৮ বছর বা তার বেশি বয়সিরাই এই টিকা নিতে পারবেন।
২) প্রথমে কো উইন পোর্টালে নিজের পূর্ব নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
৩) ওটিপি-র সাহায্যে মোবাইল নম্বর যাচাই করতে হবে।

৪)ভ্যাকসিন স্ট্যাটাসে ক্লিক করুন। এখানেই আপনি কোন বুস্টার টিকা নিতে পারবেন, তা বলে দেওয়া থাকবে। শেষ টিকার ৯মাস পেরোলে তবেই বুস্টার টিকা নেওয়া যাবে।

৫)বুস্টার টিকার বিকল্প বেছে নেওয়ার পর পিনকোড দিয়ে আপনার পছন্দসই টিকা কেন্দ্রটি বেছে নিন।

৬) টিকা নেওয়ার দিন এবং সময় বেছে নিন।

Previous articleআবাস যোজনার কাজের গতি ফেরাতে কড়া পদক্ষেপ নবান্নের
Next articleহামরোর হার: অনীতের দলের দখলে দার্জিলিং পুরসভা, ইস্তফা বিনয়ের