Monday, November 10, 2025

পড়ুয়াদের বেআইনিভাবে ধর্মা*ন্তকরণের অভিযোগ! প্রশ্নের মুখে যোগী রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়

Date:

পড়ুয়াদের বেআইনি ধর্মান্তকরণের (Religious Conversion) অভিযোগ! কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের (Prayagraj) স্যাম হিগ্গিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার টেকনোলজি অ্যান্ড সায়েন্স (SHUATA)। ঘটনার জেরে ইতিমধ্যে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য ও এক প্রশাসনিক আধিকারিককে নোটিশ পাঠিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ (Police)। অন্যদিকে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত বেশ কয়েকমাস ধরেই ওই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে।

যোগী রাজ্যের পুলিশি তদন্তে উঠে এসেছে বিদেশি অর্থসাহায্য়ের (Forgein Financial Aid) বিষয়। ব্রিটেন থেকে টাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হত টাকা। আর সেই টাকাই অভিযুক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পুলিশ জানিয়েছে, দরিদ্র পরিবারের পড়ুয়াদের ধর্মান্তরণ করা হত ইভাঞ্জেলিক্যাল চার্চ থেকে। এই মামলায় প্রধান অভিযুক্ত ওই চার্চের প্যাস্টর। তাঁকে গ্রেফতারও (Arrest) করে পুলিশ। তবে এই মুহূর্তে তিনি জামিনে (Bail) মুক্ত। তবে জানা গিয়েছে, এর পিছনে একটি বিরাট চক্র কাজ করছে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের হয়েছিল অভিযোগ। দোষী সাব্যস্ত হয়েছিলেন ৫৬ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন ৫৩ জন কিন্তু পলাতক ৩ জন। পুলিশ সূত্রে খবর, প্রয়াগরাজের স্যাম হিগ্গিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার টেকনোলজি অ্যান্ড সায়েন্স-এর আচার্য ড. জেট্টি অলিভার, উপাচার্য বিশপ রাজেন্দ্র বি লাল ও প্রশাসনিক আধিকারিক বিনোদ বি লালকে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এছাড়াও প্রয়াগরাজের এক বাসিন্দা বিশপ পালকেও আইনি নোটিস পাঠানো হয়েছে। গত সোমবারই তাঁদের নোটিস পাঠিয়ে কোতোয়ালি থানায় আসার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version