কোভিড থেকে বিশ্বকাপ, রুশ হামলা, আমেরিকার প্রেসিডেন্টের গদিতে ভারতীয় বংশোদ্ভূত, ইংল্যান্ডের রানি, ফুটবলের সম্রাট থেকে সুরসম্রাজ্ঞীর প্রয়াণ, ইউক্রেনে রুশ হামলা, ইরানে হিজাব বিরোধী আন্দোলন- বিভিন্ন ঘটনা-দুর্ঘটনার মধ্যে দিয়ে কাটল ২০২২। ২০২৩-এর নয়া শপথ, নয়া অঙ্গীকার।

রাজ্য রাজনীতিতে বিতর্ক, দুর্নীতি, হেভিওয়েটদের গ্রেফতারি। তবে, রাজ্যের মুকুটে একের পর আন্তর্জাতিক সম্মানের মুকুট। কলকাতার দুর্গাপুজো পেল ইউনেস্কোর হেরিটেজের তকমা। বাংলা শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটনস্থলের স্বীকৃতি। সেই সব পেরিয়ে এবার নতুন বছরে পা। শনিবার দিনভর পিকনিক, বেড়ানো। সন্ধে নামতেই ভিড় ক্লাব, পানশালা, হোটেল, রেস্তোরাঁয়। অনেকেই মাতলেন বাড়ির অনুষ্ঠানে। স্বাগত ২০২৩। নতুন বছর সবার ভালো কাটুক। ‘এখন বিশ্ববাংলা সংবাদে’র পক্ষ থেকে সকলকে Happy New Yaer।
