Thursday, August 21, 2025

বর্ষববরণে আগে কড়া নিরাপত্তার বলয়ে তিলোত্তমা কলকাতা, চলবে ড্রোন নজরদারিও

Date:

আজ, শনিবার বর্ষশেষের রাত (New Year Eve)  উদযাপন করবে তিলোত্তমা। রাতভর চলবে উৎসব। রাজপথে(Kolkata)  নামবে উৎসবমুখর মানুষের ঢল। তাই উৎসব যেন দুঃখের কারণ না হয়, সেদিকে সতর্ক প্রশাসন। গোটা বিশ্বজুড়ে বড়দিনের উৎসবের মাঝেই আরও একটি নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই নতুন বছর (New year)। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে বিশ্ববাসীর মতো মেতে উঠবে বাঙালিও।

আজ, শনিবার বর্ষশেষের রাত উদযাপন করবে তিলোত্তমা। রাতভর চলবে উৎসব। রাজপথে নামবে উৎসবমুখর মানুষের ঢল। তাই উৎসব যেন দুঃখের কারণ না হয়, সেদিকে সতর্ক প্রশাসন। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি শহরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ও পথ সুরক্ষা সুনিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করল লালবাজার। উৎসবের রাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই শহরজুড়ে বজ্রআঁটুনি।

লালবাজার সূত্রে খবর, আজ আইনশৃঙ্খলা রক্ষায় শহরজুড়ে অতিরিক্ত আড়াই হাজার পুলিশ মোতায়েন থাকবে। আগামিকাল নতুন বছরের প্রথম দিনে শহরে মোতায়েন থাকবে অতিরিক্ত ২৩০০ পুলিশ।

প্রতি বছরের মতো এবারও ক্রিসমাস ইভ এবং বড়দিনে পুলিশের মাথাব্যথা বেপরোয়া বাইক বাহিনী ও মদ্যপ গাড়িচালকরা। ওই দু’দিনে শহরজুড়ে অভব্যতা ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মোট ৫২১ জনকে। লালবাজার সূত্রে খবর, ২৪ এবং ২৫ ডিসেম্বর রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মোট ১৮৭টি মামলা রুজু হয়। সে কথা মাথায় রেখেই বর্ষশেষের রাতে আরও সতর্ক কলকাতা পুলিশ।

লালবাজার জানিয়েছে, বর্ষশেষের রাতে মদ্যপ অবস্থায় “জয়রাইড” রুখতে শহরজুড়ে ৯৭টি নাকা চেক পয়েন্ট তৈরি করা হয়েছে। পাশাপাশি, এই দু’দিন রাতভর শহরে টহল দেবে ৫৮টি পিসিআর ভ্যান। সঙ্গে মহিলা সুরক্ষায় থাকছে উইনার্স বাহিনীর নজরদারি। পুলিশ জানিয়েছে, নারী নিরাপত্তায় শহর জুড়ে কলকাতা পুলিশের প্রমীলা বাহিনী দু’চাকার যানে চেপে টহলদারি চালাবে। এছাড়াও মোটরসাইকেলে পেট্রলিং চলবে বলে জানিয়েছে লালবাজার।

জানা গিয়েছে, আজ রাতের জন্য শহরকে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে। সেই ৬টি সেক্টরের দায়িত্বে থাকবেন মোট ১১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। আগামিকাল শহরকে চারটি সেক্টরে ভাগ করা হবে। সেগুলির আইনশৃঙ্খলা বজায় রাখবেন সাতজন ডিসি। লালবাজার আর‌ও জানিয়েছে, বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট অঞ্চলে থাকছে বিশেষ নজরদারি। সেখানে একটি কিউআরটি, ১১টি ওয়াচ টাওয়ার, সাতটি অ্যাম্বুলেন্স, ১৫টি পুলিস অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি রাখা হয়েছে। শুধু তাই নয়, এই দু’দিন পার্ক স্ট্রিট অঞ্চলে চলবে ড্রোন নজরদারি।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version