Thursday, August 21, 2025

দুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে। অর্থপেডিক এবং প্লাস্টিক সার্জেনদের কড়া নজরদারিতে রয়েছেন ঋষভ । যদিও সংকট কাটেনি এখনও। অবস্থার অবনতির আশঙ্কায় পন্থকে নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে। জানা গিয়েছে, সেখানে প্লাস্টিক সার্জারি করা হবে ক্রিকেটারের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে গোটা দেশ।

ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিডিসিএ-র ডিরেক্টর শ্যাম শর্মা জানান, দেরাদুনের ম্যাক্স হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন ঋষভ পন্থ। তবে চিকিৎসকরা তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না। প্রয়োজন পড়লে আজই এয়ারলিফট করে পন্থকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। চোটের অবস্থা জানতে গতকালই পন্থের এমআরআই করা হয়।

এছাড়াও তাঁর মুখের প্লাস্টিক সার্জারি করা হয়েছে। শরীরের অন্য অংশেও প্লাস্টিক সার্জারি করা হবে। তার জন্য শনিবার দিল্লি নিয়ে যাওয়া হতে পারে তাঁকে।প্রসঙ্গত, গতকাল দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পন্থের গাড়ি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন ঋষভ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন। নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন পন্থ।

সেইসময় রুরকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যাওয়ার আগে কোনওমতে জানলার কাচ ভেঙে বেরিয়ে আসেন পন্থ। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন তিনি। এই ঘটনায় তাঁর মাথায় চোট লাগে। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version