Friday, November 7, 2025

দুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে। অর্থপেডিক এবং প্লাস্টিক সার্জেনদের কড়া নজরদারিতে রয়েছেন ঋষভ । যদিও সংকট কাটেনি এখনও। অবস্থার অবনতির আশঙ্কায় পন্থকে নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে। জানা গিয়েছে, সেখানে প্লাস্টিক সার্জারি করা হবে ক্রিকেটারের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে গোটা দেশ।

ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিডিসিএ-র ডিরেক্টর শ্যাম শর্মা জানান, দেরাদুনের ম্যাক্স হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন ঋষভ পন্থ। তবে চিকিৎসকরা তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না। প্রয়োজন পড়লে আজই এয়ারলিফট করে পন্থকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। চোটের অবস্থা জানতে গতকালই পন্থের এমআরআই করা হয়।

এছাড়াও তাঁর মুখের প্লাস্টিক সার্জারি করা হয়েছে। শরীরের অন্য অংশেও প্লাস্টিক সার্জারি করা হবে। তার জন্য শনিবার দিল্লি নিয়ে যাওয়া হতে পারে তাঁকে।প্রসঙ্গত, গতকাল দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পন্থের গাড়ি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন ঋষভ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন। নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন পন্থ।

সেইসময় রুরকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যাওয়ার আগে কোনওমতে জানলার কাচ ভেঙে বেরিয়ে আসেন পন্থ। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন তিনি। এই ঘটনায় তাঁর মাথায় চোট লাগে। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...

বাংলাদেশের ‘জুলাই বিপ্লবের’ প্রাণহানির দায় কার্যত স্বীকার হাসিনার! ওড়ালেন আর্থিক দুর্নীতির অভিযোগ

বাংলাদেশের তথাকথিত জুলাই বিপ্লবের ১৫ মাস পর প্রথমবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের...

পথকুকুর নিয়ে কড়া সুপ্রিম কোর্ট: প্রশাসনকে আট সপ্তাহের সময়সীমা

পথ কুকুরদের নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে...
Exit mobile version