Saturday, May 17, 2025

সোশ্যাল মিডিয়া লিটারারি মিট অসাধারণ উদ্যোগ: চতুর্থ বছর উদযাপন অনুষ্ঠানে মন্তব্য কুণালের

Date:

২০২২-এ এসে চতুর্থ বছরে পা দিল সোশ্যাল মিডিয়া লিটারারি মিট। এই উপলক্ষ্যে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার স্টার থিয়েটারের নটি বিনোদিনী অ্যাম্ফি থিয়েটার ও নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে। ২৯ ডিসেম্বর শুরু হয় এই অনুষ্ঠান। শনিবার ৩১ ডিসেম্বর ছিল অনুষ্ঠানের শেষদিন। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও তথা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, সোশ্যাল মিডিয়া লিটারারি মিট একটা অসাধারণ উদ্যোগ। প্রথমদিন থেকেই আমার ভালো লেগেছিল। এই অনুষ্ঠানে এসে শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।

সাহিত্য সংস্কৃতি চর্চায় আগ্রহী এরকম ৩৮টি ফেসবুক পেজ পরিবারের চারশোরও বেশি সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথমদিন ছিল বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬০ জন। দ্বিতীয়দিন ছিল রক্তদান শিবির। সেখানে মোট ১০৬ জন রক্তদান করেন। বাংলার বিভিন্ন জেলার তরুণ ও উদীয়মান শিল্পীরা এই মঞ্চে নাচ, গান ও কবিতা পাঠ করেন। নতুন শিল্পীদের সুযোগ দেওয়ার জন্যই সংস্থার এই উদ্যোগ, বলেই জানালেন সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের অন্যতম ডিরেক্টর সৌরভ বিশোই (Sourav Bisoi)। শনিবার শেষদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কুণাল স্মৃতি রোমন্থন করে বলেন, লেখালেখি শুরু করার দিনগুলের কথা মনে পড়ছে, মনে পড়ছে লিটল ম্যাগাজিন নিয়ে সেই আবেগের কথা। সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের মুখপাত্র মালঞ্চ পত্রিকার তরফে শুক্রবার জঙ্গলমহলের ৫০ জন পড়ুয়ার হাতে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, বই, খাতা, পেন, পেনসিল তুলে দেওয়া হয়।

Related articles

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের...

বাগবাজারে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার জ্বলন্ত দেহ! 

শনির সকালে বাগবাজারে (Bagbazar) একটি নির্মীয়মান বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির জ্বলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন,...

প্রথম না হয়েও দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নজির নীরজের

তিনি রেকর্ড গড়েন, আবার নিজের রেকর্ড নিজেই ভাঙেন। ভারতের 'সোনার ছেলে' দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League 2025)...

ছত্রপতি শিবাজী বিমানবন্দরে হামলার হুমকি! মুম্বইয়ে জারি সর্তকতা

বাণিজ্য নগরীতে নাশকতার ছক! শনিবার সকালে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) বোমা...
Exit mobile version