Wednesday, August 27, 2025

সোশ্যাল মিডিয়া লিটারারি মিট অসাধারণ উদ্যোগ: চতুর্থ বছর উদযাপন অনুষ্ঠানে মন্তব্য কুণালের

Date:

২০২২-এ এসে চতুর্থ বছরে পা দিল সোশ্যাল মিডিয়া লিটারারি মিট। এই উপলক্ষ্যে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার স্টার থিয়েটারের নটি বিনোদিনী অ্যাম্ফি থিয়েটার ও নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে। ২৯ ডিসেম্বর শুরু হয় এই অনুষ্ঠান। শনিবার ৩১ ডিসেম্বর ছিল অনুষ্ঠানের শেষদিন। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও তথা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, সোশ্যাল মিডিয়া লিটারারি মিট একটা অসাধারণ উদ্যোগ। প্রথমদিন থেকেই আমার ভালো লেগেছিল। এই অনুষ্ঠানে এসে শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।

সাহিত্য সংস্কৃতি চর্চায় আগ্রহী এরকম ৩৮টি ফেসবুক পেজ পরিবারের চারশোরও বেশি সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথমদিন ছিল বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬০ জন। দ্বিতীয়দিন ছিল রক্তদান শিবির। সেখানে মোট ১০৬ জন রক্তদান করেন। বাংলার বিভিন্ন জেলার তরুণ ও উদীয়মান শিল্পীরা এই মঞ্চে নাচ, গান ও কবিতা পাঠ করেন। নতুন শিল্পীদের সুযোগ দেওয়ার জন্যই সংস্থার এই উদ্যোগ, বলেই জানালেন সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের অন্যতম ডিরেক্টর সৌরভ বিশোই (Sourav Bisoi)। শনিবার শেষদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কুণাল স্মৃতি রোমন্থন করে বলেন, লেখালেখি শুরু করার দিনগুলের কথা মনে পড়ছে, মনে পড়ছে লিটল ম্যাগাজিন নিয়ে সেই আবেগের কথা। সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের মুখপাত্র মালঞ্চ পত্রিকার তরফে শুক্রবার জঙ্গলমহলের ৫০ জন পড়ুয়ার হাতে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, বই, খাতা, পেন, পেনসিল তুলে দেওয়া হয়।

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version