Monday, November 10, 2025

সোশ্যাল মিডিয়া লিটারারি মিট অসাধারণ উদ্যোগ: চতুর্থ বছর উদযাপন অনুষ্ঠানে মন্তব্য কুণালের

Date:

২০২২-এ এসে চতুর্থ বছরে পা দিল সোশ্যাল মিডিয়া লিটারারি মিট। এই উপলক্ষ্যে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার স্টার থিয়েটারের নটি বিনোদিনী অ্যাম্ফি থিয়েটার ও নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে। ২৯ ডিসেম্বর শুরু হয় এই অনুষ্ঠান। শনিবার ৩১ ডিসেম্বর ছিল অনুষ্ঠানের শেষদিন। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও তথা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, সোশ্যাল মিডিয়া লিটারারি মিট একটা অসাধারণ উদ্যোগ। প্রথমদিন থেকেই আমার ভালো লেগেছিল। এই অনুষ্ঠানে এসে শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।

সাহিত্য সংস্কৃতি চর্চায় আগ্রহী এরকম ৩৮টি ফেসবুক পেজ পরিবারের চারশোরও বেশি সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথমদিন ছিল বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬০ জন। দ্বিতীয়দিন ছিল রক্তদান শিবির। সেখানে মোট ১০৬ জন রক্তদান করেন। বাংলার বিভিন্ন জেলার তরুণ ও উদীয়মান শিল্পীরা এই মঞ্চে নাচ, গান ও কবিতা পাঠ করেন। নতুন শিল্পীদের সুযোগ দেওয়ার জন্যই সংস্থার এই উদ্যোগ, বলেই জানালেন সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের অন্যতম ডিরেক্টর সৌরভ বিশোই (Sourav Bisoi)। শনিবার শেষদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কুণাল স্মৃতি রোমন্থন করে বলেন, লেখালেখি শুরু করার দিনগুলের কথা মনে পড়ছে, মনে পড়ছে লিটল ম্যাগাজিন নিয়ে সেই আবেগের কথা। সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের মুখপাত্র মালঞ্চ পত্রিকার তরফে শুক্রবার জঙ্গলমহলের ৫০ জন পড়ুয়ার হাতে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, বই, খাতা, পেন, পেনসিল তুলে দেওয়া হয়।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version