Sunday, May 4, 2025

কিছু হলেই জেলা হাসপাতাল থেকে সোজা কলকাতায় (Kolkata) রেফার করে দেওয়াটা যেন প্রত্যেক দিনের প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছিল। এই রোগ সারাতে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) নয়া দাওয়ায়। একটি নির্দেশিকা প্রকাশ কোন কোন ক্ষেত্রে রেফার করা যাবে তার স্পষ্ট নিয়ম তুলে ধরা হল হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের কাছে।

জেলা হাসপাতাল গুলো কোন কোন পরিষেবা দিতে বাধ্যতামূলক সে বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সেই তালিকায়। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর ডায়গনস্টিক থেকে শুরু করে মেডিসিন (Medicine), অর্থোপেডিক, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক-সহ সমস্ত বিভাগের ৩৭০টি পরিষেবার তালিকা তৈরি করেছে সেগুলিকে এসেনশিয়াল ক্যাটিগরিতে (Essential Catagory) রাখা হয়েছে স্বাস্থ্য দফতরের তালিকায়। এই পরিষেবাগুলির ক্ষেত্রে জেলা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা যাবে না। জেলা হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো না থাকলে সেক্ষেত্রে জেলার মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকে রেফার করা যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। একইসঙ্গে বলা হয়েছে, পরিষেবা দেওয়া সম্ভব না হলে, সেই সংক্রান্ত নথি প্রস্তুত রেখে রোগীকে রেফার করতে হবে।

এবার স্বাস্থ্য সাথী কার্ডের বিষয়েও আরও কড়া পদক্ষেপ করা হল রাজ্য সরকারের তরফে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর অস্ত্রোপচারের সময় অস্ত্রোপচার সম্ভব না হলে ৩৫% টাকা দেবে সরকার। অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা। অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের মাত্র ৩০% দেওয়া হবে সরকারের তরফে। স্বাস্থ্য দফতরের নিয়মে বলা হয়েছে কিডনি ও গলব্লাডারের ক্ষেত্রে যদি পাথর পুরোপুরি না বের হয় তাহলে পাওয়া যাবে মাত্র ৬০% টাকা। অপারেশনের আগেই রোগী মারা গেলে মাত্র ২৫% টাকা পাবে হাসপাতাল। অপারেশন চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা আর অপারেশনের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০% টাকা পাবে হাসপাতাল। হাসপাতাল থেকে ছুটি পাবার আগে রোগী মারা গেলে মিলবে ৮৫% টাকা।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version