বর্ষবরণের হুল্লোড়ের মধ্যেই মহানগরে কেপমারি, পুলিশের জালে ৫ ভিনরাজ্যের মহিলা

বর্ষবরণের হুল্লোড়, আনন্দ, বেড়ানো। আর তার ফাঁক গলে অপরাধ চক্র- কেপমারি। কলকাতা পুলিশের (Kolkata Police) জালে ভিনরাজ্যের ৫ মহিলা। ধৃত পাঁচজনই ছত্তিশগড়ের (Chattisgar) বাসিন্দা। অভিযোগ, শিশু কোলে কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে ঘুরে মূল্যবান সামগ্রী চুরি করত এরা। ভিড়ে মিশে গিয়ে লোকজনের অন্যমনস্কতার সুযোগ তাঁদের ব্যাগ থেকে হাতিয়ে নিত টাকাপয়সা, মোবাইল ফোন-সহ নানা মূল্যবান সামগ্রী।

বর্ষবরণের দিন আলিপুর চিড়িয়াখানা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। কোলে বাচ্চা থাকায় ওই মহিলাদের কেউ সন্দেহ করতেন না। সেই সুযোগে কাজ হাসিল করত তারা। মহিলাদের জেরা করে জানা গিয়েছে, কেপমারি করার জন্যই উৎসবের মরশুমে কলকাতায় এসেছিল তারা। পুলিশের দাবি, এটাই এদের পেশা। যেখানেই জনসমাগম হয় সেখানেই তারা হাজির হয়ে যেত। এর নেপথ্যে আরও বড় কোনও চক্র বা মাথা আছে কিনা জানতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এরা কবে কলকাতায় এসেছিল তাও জানার চেষ্টা চলছে। গত কয়েকদিন ধরেই শহরজুড়ে চলছে বর্ষবরণের আমেজ। আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকোপার্ক সব বিভিন্ন বিনোদন পার্কগুলিতে ঠাসাঠাসি ভিড়। উৎসবের আনন্দে মশগুল এই ভিড়েই ফায়দা তুলে একের পর এক কেপমারি করতো এরা। এদের জেরা করে আর কেউ এরা পিছনে আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- বগটুইকাণ্ডে অনুব্রত যোগ! আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিল CBI