Saturday, August 23, 2025

অবশেষে কলকাতায় প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন। সোমবার তারাতলা (Taratala) থেকে শ্যামবাজার (Shyam Bazar) অবধি মোট ২০ কিলোমিটার রাস্তায় এই পদযাত্রায় সামিল কংগ্রেস নেতা-কর্মীরা। এদিন অধীর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, একসময় কলকাতার যিনি মালিক ছিলেন সেই সেই সাবর্ণ রায়চৌধুরির পরিবার আজকের পদযাত্রায় সামিল হয়েছেন। পদযাত্রার শুরুতে আমাদের অভিনন্দন জানিয়েছেন। আজকের পদযাত্রার এটাই বিশেষ পাওনা। তিনি আরও বলেন, দীর্ঘ এই পদযাত্রায় প্রতিটি এলাকার মানুষজন উদ্দীপনা ও উচ্ছ্বাসের সঙ্গে আমাদের স্বাগত জানাচ্ছেন। এই পদযাত্রা নিয়ে তাঁরা আলোচনাও করছেন।

সোমবার সকালে তারাতলা থেকে শুরু হয় পদযাত্রা। সেখান থেকে তারাতলা মোড়, নিউ আলিপুর, দুর্গাপুর ব্রিজ, গোবিন্দ রোড, প্যারীমোহন রায় রোড, রাখাল দাস আড্ডা রোড, কালীঘাট ব্রিজ, বেকবাগান, এজেসি বোস রোড সহ একাধিক রাস্তা ঘুরে বিধান ভবনে পৌঁছয়। তারপর বিধান ভবন থেকে শিয়ালদহ, রাজাবাজার, হাতিবাগান ঘুরে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে শেষ হবে। অধীর চৌধুরীর নেতৃত্বে সোমবার দু’দফায় পদযাত্রায় সামিল হয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন বেলার দিকে ভারত জোড়ো যাত্রা প্রদেশ কংগ্রেসের বিধান ভবনে পৌঁছয়, পরে সেখান থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা হয়।

অধীর এদিন আরও জানান, কে কটা আসন পেল সেই পরিসংখ্যান দিয়ে কখনোই কোনও রাজনৈতিক দলের ভাগ্য বিচার করা যায়না।

 

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version