Saturday, May 3, 2025

অবশেষে কলকাতায় প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন। সোমবার তারাতলা (Taratala) থেকে শ্যামবাজার (Shyam Bazar) অবধি মোট ২০ কিলোমিটার রাস্তায় এই পদযাত্রায় সামিল কংগ্রেস নেতা-কর্মীরা। এদিন অধীর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, একসময় কলকাতার যিনি মালিক ছিলেন সেই সেই সাবর্ণ রায়চৌধুরির পরিবার আজকের পদযাত্রায় সামিল হয়েছেন। পদযাত্রার শুরুতে আমাদের অভিনন্দন জানিয়েছেন। আজকের পদযাত্রার এটাই বিশেষ পাওনা। তিনি আরও বলেন, দীর্ঘ এই পদযাত্রায় প্রতিটি এলাকার মানুষজন উদ্দীপনা ও উচ্ছ্বাসের সঙ্গে আমাদের স্বাগত জানাচ্ছেন। এই পদযাত্রা নিয়ে তাঁরা আলোচনাও করছেন।

সোমবার সকালে তারাতলা থেকে শুরু হয় পদযাত্রা। সেখান থেকে তারাতলা মোড়, নিউ আলিপুর, দুর্গাপুর ব্রিজ, গোবিন্দ রোড, প্যারীমোহন রায় রোড, রাখাল দাস আড্ডা রোড, কালীঘাট ব্রিজ, বেকবাগান, এজেসি বোস রোড সহ একাধিক রাস্তা ঘুরে বিধান ভবনে পৌঁছয়। তারপর বিধান ভবন থেকে শিয়ালদহ, রাজাবাজার, হাতিবাগান ঘুরে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে শেষ হবে। অধীর চৌধুরীর নেতৃত্বে সোমবার দু’দফায় পদযাত্রায় সামিল হয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন বেলার দিকে ভারত জোড়ো যাত্রা প্রদেশ কংগ্রেসের বিধান ভবনে পৌঁছয়, পরে সেখান থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা হয়।

অধীর এদিন আরও জানান, কে কটা আসন পেল সেই পরিসংখ্যান দিয়ে কখনোই কোনও রাজনৈতিক দলের ভাগ্য বিচার করা যায়না।

 

 

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version