তরুণীকে ১২ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি, দিল্লির মর্মান্তিক দুর্ঘটনায় গ্রেফতার ৫

বর্ষবরণের সকালে মর্মান্তিক দুর্ঘটনা রাজধানীতে। স্কুটারের সঙ্গে গাড়ির ধাক্কায়(car accident) এক যুবতীকে ১২ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি। এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু(Death) হয়েছে ওই যুবতীর। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্র জানা গিয়েছে, রবিবার ভোরে নতুন বছরের প্রথম দিনে দিল্লি রাস্তায় স্কুটারে করে যাচ্ছিলেন বছর কুড়ির এক তরুণী। তখনই পিছন থেকে স্কুটার টিকে ধাক্কা মারে একটি গাড়ি। এই দুর্ঘটনায় গাড়ির নিচে পড়ে যান স্কুটারের চালক ওই তরুণী। ওই অবস্থাতে যুবতীকে ১২ কিলোমিটার টেনে হিজড়ে নিয়ে যায় গাড়িটি। দিল্লির সুলতানপুরি থেকে কাঞ্ঝাওয়ালা পর্যন্ত ছেঁচড়ে দিয়ে যাওয়া হয় ওই যুবতীকে। কাঞ্ঝাওয়ালায় প্রায় নগ্ন অবস্থায় উদ্ধার হয় যুবতীর মৃতদেহ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় দিল্লি পুলিশ ইতিমধ্যেই গাড়িটিকে শনাক্ত করে আটক করেছে। জানা গিয়েছে, গাড়িতে ৫ জন ছিল, তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর,অভিযুক্তরা দাবি করেছে, তারা গাড়ির নিচে তরুণীর পড়ে যাওয়া এবং টেনে নিয়ে যাওয়ার বিষয়টি বুঝতেই পারেনি। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল ঘটনাটি নিয়ে নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, এবং উদ্বেগ প্রকাশ করেছেন। গোটা ঘটনায় তিনি দিল্লি পুলিশকে ডেকে পাঠিয়েছেন।