Tuesday, November 11, 2025

আগামিকাল ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে হার্দিকরা

Date:

আগামিকাল থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ খেলতে নামবে ভারতীয় দল। শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নতুন বছরে যাত্রা শুরু করছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার মুম্বইয়ে হার্দিক পান্ডিয়াদের সামনে শ্রীলঙ্কা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটা টি-২০ ম্যাচ। শ্রীলঙ্কা এই ফরম্যাটে এশিয়া চ্যাম্পিয়ন। ফলে ভারতের সামনে কঠিন লড়াই।

রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার মতো প্রথম দলের তারকারা মঙ্গলবারের ম্যাচে নেই। রোহিত ও বিরাট আপাতত বিশ্রামে। বিদেশে ছুটি কাটাচ্ছেন। বুমরাহ ও জাদেজা চোটে লম্বা সময় মাঠের বাইরে কাটানোর পর বর্তমানে একদিনের সিরিজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া এই দলে নেই কে এল রাহুলও। ফলে হার্দিকের হাতে একঝাঁক তরুণ মুখ। রোহিত না থাকায় হার্দিক দলকে নেতৃত্ব দেবেন। ইশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, হর্ষল প্যাটেল, উমরান মালিকের মতো তরুণদের জন্য এটা নিজেকে প্রমাণ করার মঞ্চ। কিন্তু এঁদের মধ্যে থেকে প্রথম এগারো বেছে নেওয়াটা কঠিন চ্যালেঞ্জ হার্দিক ও কোচ রাহুল দ্রাবিড়ের জন্য।

ইশান ওপেন করবেন এটা নিশ্চিত। কিন্তু তাঁর পার্টনার কে হবেন? ঋতুরাজ লাইনে আছেন। তিনি প্রাপ্য সুযোগ তেমনভাবে কাজে লাগাতে পারেননি। শুভমন গিল ও রাহুল ত্রিপাঠীও লাইনে আছেন। এছাড়া সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনকেও শুরুতে ভাবা যেতে পারে। কিন্তু তাহলে আবার মিডল অর্ডার ফাঁকা হয়ে যাবে। ফলে যা পরিস্থিতি তাতে তিনে আসতে পারেন সূর্য। চারে স্যামসন।

বোলিংয়ে নেতৃত্ব দেবেন অর্শদীপ সিং। সঙ্গে হয়তো উমরান ও হর্ষল। স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে পারেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন দাসুন শনাকা। আফগানিস্তানের সঙ্গে ১-১ ড্র করার পর বাদ পড়েছেন দীনেশ চান্ডিমল-সহ তিনজন। শ্রীলঙ্কার এই দলও তারুণ্যে ভরা। ফলে ওয়াংখেড়েতে এই ম্যাচে তারুণ্যের লড়াই দেখতে পাওয়া যাবে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version