Thursday, December 18, 2025

আগামিকাল ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে হার্দিকরা

Date:

Share post:

আগামিকাল থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ খেলতে নামবে ভারতীয় দল। শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নতুন বছরে যাত্রা শুরু করছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার মুম্বইয়ে হার্দিক পান্ডিয়াদের সামনে শ্রীলঙ্কা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটা টি-২০ ম্যাচ। শ্রীলঙ্কা এই ফরম্যাটে এশিয়া চ্যাম্পিয়ন। ফলে ভারতের সামনে কঠিন লড়াই।

রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার মতো প্রথম দলের তারকারা মঙ্গলবারের ম্যাচে নেই। রোহিত ও বিরাট আপাতত বিশ্রামে। বিদেশে ছুটি কাটাচ্ছেন। বুমরাহ ও জাদেজা চোটে লম্বা সময় মাঠের বাইরে কাটানোর পর বর্তমানে একদিনের সিরিজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া এই দলে নেই কে এল রাহুলও। ফলে হার্দিকের হাতে একঝাঁক তরুণ মুখ। রোহিত না থাকায় হার্দিক দলকে নেতৃত্ব দেবেন। ইশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, হর্ষল প্যাটেল, উমরান মালিকের মতো তরুণদের জন্য এটা নিজেকে প্রমাণ করার মঞ্চ। কিন্তু এঁদের মধ্যে থেকে প্রথম এগারো বেছে নেওয়াটা কঠিন চ্যালেঞ্জ হার্দিক ও কোচ রাহুল দ্রাবিড়ের জন্য।

ইশান ওপেন করবেন এটা নিশ্চিত। কিন্তু তাঁর পার্টনার কে হবেন? ঋতুরাজ লাইনে আছেন। তিনি প্রাপ্য সুযোগ তেমনভাবে কাজে লাগাতে পারেননি। শুভমন গিল ও রাহুল ত্রিপাঠীও লাইনে আছেন। এছাড়া সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনকেও শুরুতে ভাবা যেতে পারে। কিন্তু তাহলে আবার মিডল অর্ডার ফাঁকা হয়ে যাবে। ফলে যা পরিস্থিতি তাতে তিনে আসতে পারেন সূর্য। চারে স্যামসন।

বোলিংয়ে নেতৃত্ব দেবেন অর্শদীপ সিং। সঙ্গে হয়তো উমরান ও হর্ষল। স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে পারেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন দাসুন শনাকা। আফগানিস্তানের সঙ্গে ১-১ ড্র করার পর বাদ পড়েছেন দীনেশ চান্ডিমল-সহ তিনজন। শ্রীলঙ্কার এই দলও তারুণ্যে ভরা। ফলে ওয়াংখেড়েতে এই ম্যাচে তারুণ্যের লড়াই দেখতে পাওয়া যাবে।

 

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...