Saturday, November 15, 2025

রাম-বাম আঁতাঁত নিয়ে তোপ দাগলেন মমতা, নিশানায় কংগ্রেসও

Date:

বাংলায় বামের ভোট রামে গিয়েছে। আবার তারা জোট বেঁধে পঞ্চায়েত দখল করেছে। বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছে বামেরা। সোমবার, নজরুল মঞ্চের মেগা বৈঠক থেকে এই ইস্যুতে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “বিজেপি কংগ্রেসের B টিম, সিপিএমের C টিম।“ এরপরেই তৃণমূল সুপ্রিমোর দাবি, আমরা কখনও সরাসরি বিজেপি করিনি। বিজেপির (BJP) মতাদর্শ হল শুধু নিজে খাব।“

এদিন মমতা বলেন, “যখন যা করেছি আমরা ক্লিয়ারকাট পলিসি নিয়ে জানিয়ে করেছি। কিন্তু কোনও দিন ডাইরেক্ট বিজেপি আমরা কেউ করিনি। তার কারণ, যার আদর্শ মানতে পারি না। আমি একটা ধর্ম পালন করব, অন্য ধর্মগুলোকে পালন করব না। আমি একা মানুষ, অন্য কেউ মানুষ না; অমানুষ। একথা ভাবার তো কোনও কারণ থাকতে পারে না।“

তৃণমূল সভানেত্রীর মতে, “আমাদের দায়বদ্ধতা সংবিধানের প্রতি। সংবিধান আমাদের সব বলে দিয়েছে। আজকে ইতিহাসও ভুলিয়ে দেওয়া হচ্ছে। ভুগোল ভুলিয়ে দেওয়া হচ্ছে। রাজনীতি ভুলিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা বদলে দেওয়া হচ্ছে। ঐতিহ্য বদলে দেওয়া হচ্ছে। মানুষের সাংস্কৃতিক চরিত্র বদলে দেওয়া হচ্ছে। শুভদিন আসবে, নতুন দিন আসবে। মানুষ নিশ্চই একটু একটু করে এগোবে।“

দলের জন্মলগ্নের কথা স্মরণ করে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, কংগ্রেস ভেঙে তৃণমূল গঠনের সময় বিভিন্ন মহল থেকে আটকানোর চেষ্টা হয়েছিল। “কাকে দিয়ে না আমাদের অ্য়াপ্রোচ করা হয়েছিল! যাতে কংগ্রেস ভেঙে তৃণমূল না হয়। কিন্তু আমরা শুনিনি। কারণ আমরা বহুদিন অপেক্ষা করেছিলাম যে সিপিএমের (CPIM) অত্য়াচারের অবসান হবে। এখন যেমন বিজেপি বাম-রাম হয়ে গেছে। তখন ছিল সিপিএম-কংগ্রেস (Congress) তরমুজ। কংগ্রেসের নেতাদের তরমুজ বলতাম আমরা। এখন এখানে বিজেপি কংগ্রেসের বি টিম, সিপিএমের সি টিম। আমরা যা করেছি সবাইকে ক্লিয়ার কাট পলিসি নিয়ে জানিয়ে করেছি, কিন্তু কোনও দিন ডাইরেক্ট বিজেপি করিনি।“

Related articles

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...
Exit mobile version