Friday, November 14, 2025

শহরে মোহনবাগান ডিফেন্ডার, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট ডামজানোভিচের

Date:

Share post:

চলতি আইএসএল-এ লিগ টেবিলে ভালো জায়গায় আছে এটিকে মোহনবাগান। ১২ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে জুয়ান ফেরান্দোর দল। চলতি আইএসএল-এ দল আরও শক্তিশালী করতে দলে বেশ কিছু ফুটবলার এনেছে বাগান ব্রিগেড। দলে ইতিমধ্যে পুইতা, ফ্রেডেরিকো গালেগোর মতন ফুটবলার সই করিয়েছে এটিকে মোহনবাগান।

এদিকে কলকাতায় চলে এসেছেন এটিকে মোহনবাগান ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ। ৫ জানুয়ারি থেকে এটিকে মোহনবাগানের অনুশীলন। নতুন বছরের প্রথম দিন থেকেই অনুশীলনে নেমে পড়বেন ডামজানোভিচ। বাইপাসের ধারে হোটেলে পৌঁছে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি।  আরেক বিদেশি ফুটবলার ফ্রেডেরিকো গালেগো  যদিও এখনও আসেননি কলকাতায়।

এখনও অবধি যা পরিস্থিতি তাতে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেন স্লাভকো। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ মুম্বই ম্যাচের আগেই কলকাতায় আসছেন উরুগুয়ের মিডফল্ডার। তবে এলেই হবে না মেডিক্যাল পরীক্ষাও দিতে হবে। ফলে ১৪ তারিখ ম্যাচে দুই বিদেশিকে একসঙ্গে পাওয়া নাও যেতে পারে বলে খবর। যদিও তার পরের ম্যাচ থেকে একসঙ্গেই নামতে দেখা যাবে। জুয়ান ফেরান্দোর দাবি, এই দুই বিদেশি এটিকে মোহনবাগানের ভাগ্য বদলে দিতে পারে।

চোটের জন্য এই মরশুমে দলের বাইরে চলে গিয়েছেন ফিনিশ মিডফিল্ডার জনি কাউকো। তাঁর জায়গাতেই উরুগুয়ের এই ফুটবলারকে আনল এটিকে মোহনবাগান। আসলে মিডফিল্ড শক্তিশালী করেই আক্রমণে যেতে চান জুয়ান ফেরান্দো। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেও তার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে।

ভারতীয় ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে গালেগোর। তিনি এর আগে নর্থ ইস্টের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন। ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার এখন খেলেছেন উরুগুয়ের লিগে। তবে ভারতে খেলার সময় চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে গালেগোকে। এই মরশুমেও মাত্র ২টি ম্যাচ খেলেছেন তিনি। ১টা গোলও রয়েছে তাঁর। তবে মোহনবাগানে তাঁর নতুন ইনিংস কেমন হয় সেটাই এখন দেখার। ফেরান্দোর মিডফিল্ড সমস্যা মেটাতে হুগো বৌমোসের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে হবে তাঁকে। সেটাই এখন বড় চ্যালেঞ্জ এটিকে মোহনবাগানের।

আগেও ভারতে খেলেছেন সার্বিয়ান স্টপার
স্লাভকো ডামনোভিচ প্রথমবার ভারতে খেলছেন এমনটা নয়, গত বছরেই চেন্নাইয়েন এফসি-র হয়েও খেলেছেন। সেই কথা মাথায় রেখেই তাঁকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:পন্থের দুর্ঘটনার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে নিজের জীবনের একটি ভয়াবহ দুর্ঘটনার কথা শোনালেন কপিল দেব

 

 

spot_img

Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...