Tuesday, August 26, 2025

মাতৃ বিয়োগের জেরে পূর্বনির্ধারিত বঙ্গ সফরে সশরীরে উপস্থিত হতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে জানুয়ারি মাসে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে উত্তরবঙ্গ থেকেই শুরু হচ্ছে প্রধানমন্ত্রী প্রচার। বিজেপি(BJP) সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের শিলিগুড়িতে(Siliguri) প্রথম জনসভা করবেন মোদি। তারপর অন্যত্র নির্ধারিত হবে তারপর পরবর্তী কর্মসূচি। যদিও চূড়ান্ত সূচি এখনও ঠিক হয়নি।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনে এবার হাই ভোল্টেজ প্রচারের উপর জোর দিচ্ছে বিজেপি। তাই বছরের শুরু থেকেই কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে প্রচার করাতে তৎপর তারা। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি বিজেপি নাড্ডার পাশাপাশি রয়েছেন অমিত শাহরা। জানুয়ারি থেকেই শুরু হচ্ছে তাদের বঙ্গ সফর। আগামী সপ্তাহে আসার কথা নাড্ডার। তিনি দু’দিনের জন্য আসছেন রাজ্যে। হুগলির চণ্ডীতলায় তিনি জনসভা করতে পারেন। এরপর আগামী ১৭ জানুয়ারি আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। ওইদিন বীরভূমে তাঁর সভা। অমিত শাহ ফিরে যাওয়ার দু দিন পরই বাংলার মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করবেন তিনি।

বিজেপি সূত্রের খবর, আগামী ২ মাসে মোট ছ’টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী মোদির। এছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোট ১৪ টি সভা করবেন তিনি। দু, তিনটি লোকসভা কেন্দ্র নিয়ে ক্লাস্টার তৈরি হবে। সেসব জায়গায় একটি করে সভা করবেন প্রধানমন্ত্রী মোদি।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version