Thursday, December 4, 2025

পাখির চোখ পঞ্চায়েত, জানুয়ারিতেই বঙ্গ সফরে আসছেন মোদি

Date:

মাতৃ বিয়োগের জেরে পূর্বনির্ধারিত বঙ্গ সফরে সশরীরে উপস্থিত হতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে জানুয়ারি মাসে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে উত্তরবঙ্গ থেকেই শুরু হচ্ছে প্রধানমন্ত্রী প্রচার। বিজেপি(BJP) সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের শিলিগুড়িতে(Siliguri) প্রথম জনসভা করবেন মোদি। তারপর অন্যত্র নির্ধারিত হবে তারপর পরবর্তী কর্মসূচি। যদিও চূড়ান্ত সূচি এখনও ঠিক হয়নি।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনে এবার হাই ভোল্টেজ প্রচারের উপর জোর দিচ্ছে বিজেপি। তাই বছরের শুরু থেকেই কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে প্রচার করাতে তৎপর তারা। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি বিজেপি নাড্ডার পাশাপাশি রয়েছেন অমিত শাহরা। জানুয়ারি থেকেই শুরু হচ্ছে তাদের বঙ্গ সফর। আগামী সপ্তাহে আসার কথা নাড্ডার। তিনি দু’দিনের জন্য আসছেন রাজ্যে। হুগলির চণ্ডীতলায় তিনি জনসভা করতে পারেন। এরপর আগামী ১৭ জানুয়ারি আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। ওইদিন বীরভূমে তাঁর সভা। অমিত শাহ ফিরে যাওয়ার দু দিন পরই বাংলার মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করবেন তিনি।

বিজেপি সূত্রের খবর, আগামী ২ মাসে মোট ছ’টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী মোদির। এছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোট ১৪ টি সভা করবেন তিনি। দু, তিনটি লোকসভা কেন্দ্র নিয়ে ক্লাস্টার তৈরি হবে। সেসব জায়গায় একটি করে সভা করবেন প্রধানমন্ত্রী মোদি।

Related articles

অমানবিক! অভিযোগ অসুস্থ BLO-র স্ত্রীকে দিয়েই কাজ করাল কমিশন

নির্মমতার চূড়ান্ত নিদর্শন! শারীরিক প্রতিবন্ধকতার কথা জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে SIR-এর কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন কিন্তু...

স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নতুন কড়াকড়ি, কঠোর নিয়ম আনছে পরিবহন দফতর 

রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক পুলকার দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের শীর্ষমহলে। এর পরেই স্কুলবাহি গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর...

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...

লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ, পুলিশের চাকরিতে যোগ দিয়েই অনুশীলন শুরু রিচার

বিশ্বকাপজয়ের উদযাপন শেষ। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বুধবারই রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ...
Exit mobile version