Sunday, August 24, 2025

দুসপ্তাহে তৃতীয়বার, ওড়িশায় ফের রাশিয়ান নাগরিকের রহস্যমৃ*ত্যু !

Date:

আন্তর্জাতিক তীর্থক্ষেত্রের (International pilgrimage site) নামের সঙ্গে জুড়ে গেল মৃত্যু রহস্য। জল্পনা বাড়ছে জগন্নাথভূমিতে (Jagannath Dham)। ১৫ দিনের মধ্যে তিনবার রাশিয়ান নাগরিকের মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে আক্ষরিক অর্থেই ওড়িশার (Odisha) নাম জুড়ে গেল বলে মনে করছেন সকলেই। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার ওড়িশার পারাদ্বীপ বন্দর এলাকায় একটি জাহাজে ক্রু সদস্য হিসাবে কর্মরত একজন রাশিয়ান নাগরিকের (Russian Citizen) মৃতদেহ উদ্ধার হয়েছে। গত ১৫ দিনে ওড়িশায় (Odisha) এটি তৃতীয় কোনো রুশ নাগরিকের মৃ*ত্যু বলে পুলিশ সূত্রে খবর। এর জে্রে ঘনীভূত হচ্ছে রহস্য।

গত ২৪ ডিসেম্বর রাশিয়ার নাগরিক, রুশ সাংসদ, ৬৫ বছর বয়সি পাভেল আন্টভের দেহ উদ্ধার হয় ওড়িশার একটি হোটেল থেকে। তারও আগে ২২ ডিসেম্বর পাভেলের বন্ধু, ৬১ বছর বয়সি ভ্লাদিমির বিদেনভের দেহ উদ্ধার হয়। আর এবার সেই তালিকায় আরও এক নাম, মৃ*ত সের্গেই মিলিয়াকভ (Milyakov Sergey)। সরকারি সূত্রে জানা যাচ্ছে মৃত ব্যক্তি ‘এমভি আলদানা’ জাহাজে ক্রু মেম্বার হিসেবে কাজ করছিলেন। জাহাজটিতে কিছু ভারতীয় সহ মোট ২৩ জন ক্রু সদস্য রয়েছে। মঙ্গলবার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক লোড করার জন্য খালি জাহাজের বার্থিং নির্ধারিত ছিল। এদিন ভোর ৪ টা নাগাদ জাহাজের ক্যাপ্টেন বন্দর কর্তৃপক্ষের কাছে একজন ক্রু সদস্যের মৃত্যুর খবর পাঠান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫১ বছর বয়সি সেরগেই ‘এমভি আলদানা’ জাহাদের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। মুম্বই থেকে পারাদ্বীপ হয়ে বাংলাদেশের (Bangladesh) চিটাগং যাচ্ছিল জাহাজটি। ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে, এখনও পর্যন্ত তা অস্পষ্ট। তবে যেভাবে বেছে বেছে রুশ নাগরিকদের রহস্যমৃত্যুর ঘটনা সামনে আসছে তাকে সাধারণ অপরাধ হিসেবে দেখতে নারাজ অনেকেই।

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version