Sunday, November 9, 2025

দুসপ্তাহে তৃতীয়বার, ওড়িশায় ফের রাশিয়ান নাগরিকের রহস্যমৃ*ত্যু !

Date:

আন্তর্জাতিক তীর্থক্ষেত্রের (International pilgrimage site) নামের সঙ্গে জুড়ে গেল মৃত্যু রহস্য। জল্পনা বাড়ছে জগন্নাথভূমিতে (Jagannath Dham)। ১৫ দিনের মধ্যে তিনবার রাশিয়ান নাগরিকের মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে আক্ষরিক অর্থেই ওড়িশার (Odisha) নাম জুড়ে গেল বলে মনে করছেন সকলেই। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার ওড়িশার পারাদ্বীপ বন্দর এলাকায় একটি জাহাজে ক্রু সদস্য হিসাবে কর্মরত একজন রাশিয়ান নাগরিকের (Russian Citizen) মৃতদেহ উদ্ধার হয়েছে। গত ১৫ দিনে ওড়িশায় (Odisha) এটি তৃতীয় কোনো রুশ নাগরিকের মৃ*ত্যু বলে পুলিশ সূত্রে খবর। এর জে্রে ঘনীভূত হচ্ছে রহস্য।

গত ২৪ ডিসেম্বর রাশিয়ার নাগরিক, রুশ সাংসদ, ৬৫ বছর বয়সি পাভেল আন্টভের দেহ উদ্ধার হয় ওড়িশার একটি হোটেল থেকে। তারও আগে ২২ ডিসেম্বর পাভেলের বন্ধু, ৬১ বছর বয়সি ভ্লাদিমির বিদেনভের দেহ উদ্ধার হয়। আর এবার সেই তালিকায় আরও এক নাম, মৃ*ত সের্গেই মিলিয়াকভ (Milyakov Sergey)। সরকারি সূত্রে জানা যাচ্ছে মৃত ব্যক্তি ‘এমভি আলদানা’ জাহাজে ক্রু মেম্বার হিসেবে কাজ করছিলেন। জাহাজটিতে কিছু ভারতীয় সহ মোট ২৩ জন ক্রু সদস্য রয়েছে। মঙ্গলবার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক লোড করার জন্য খালি জাহাজের বার্থিং নির্ধারিত ছিল। এদিন ভোর ৪ টা নাগাদ জাহাজের ক্যাপ্টেন বন্দর কর্তৃপক্ষের কাছে একজন ক্রু সদস্যের মৃত্যুর খবর পাঠান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫১ বছর বয়সি সেরগেই ‘এমভি আলদানা’ জাহাদের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। মুম্বই থেকে পারাদ্বীপ হয়ে বাংলাদেশের (Bangladesh) চিটাগং যাচ্ছিল জাহাজটি। ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে, এখনও পর্যন্ত তা অস্পষ্ট। তবে যেভাবে বেছে বেছে রুশ নাগরিকদের রহস্যমৃত্যুর ঘটনা সামনে আসছে তাকে সাধারণ অপরাধ হিসেবে দেখতে নারাজ অনেকেই।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version