Thursday, August 28, 2025

‘ভারত জোড়ো যাত্রা’র সাফল্য কামনা করে রাহুলকে চিঠি রাম মন্দিরের প্রধান পুরোহিতের

Date:

ভারত জোড়ো যাত্রার সাফল্য কামনা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) চিঠি লিখলেন অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস(Satyandra Das)। তাঁর এহেন চিঠিতে অস্বস্তি বাড়ল বিজেপির(BJP)। এই পদযাত্রার সাফল্য কামনার পাশাপাশি ‘ভারতের একতা’র মতো ‘মহৎ উদ্দেশ্যে’ যাত্রা করায় কংগ্রেস শীর্ষ নেতার ভূয়ষী প্রশংসা করলেন সত্যেন্দ্র দাস। তাঁর লেখা সেই চিঠি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। চিঠিটি প্রকাশ্যে এনেছে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া।

কংগ্রেসের ছাত্র সংগঠনের টুইটে দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস গত ৩১ ডিসেম্বরে রাহুল গান্ধী ওই চিঠি লিখেছেন। তিনি লেখেন, “যে লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন আপনি, আশা করি এবং প্রার্থনা করি তা সফল হবে। আপনার দীর্ঘ জীবন কামনা করছি।” সাদা কাগজে হাতে লেখা চিঠিতে সত্যেন্দ্র দাস আরও লিখেছেন, “মহৎ কাজ করছেন আপনি, সর্বজন হিতায়, সর্বজন সুখায়, সাধারণ মানুষের জন্যে, তাঁদের মুখে হাসি ফোটাতে। আশা করি ভগবান রামের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পার হয়েছে ভারত জোড়ো যাত্রা। গাজিয়াবাদে পর বাঘপতের মাভিকালা গ্রামে রাত কাটাবেন রাহুল এবং তাঁর সঙ্গীরা। জানুয়ারি ৪ তারিখে শামলি হয়ে হরিয়ানার (Haryana) দিকে রওনা দেবেন কংগ্রেস নেতা। আগামী ৫ জানুয়ারিতে হরিয়ানার ঢোকার কথা যাত্রার। তার আগে অযোধ্যার প্রধান পুরহিতের লিখিত শুভকামনা কংগ্রেসকে যেমন অনেকখানি রাজনৈতিক সুবিধা পাইয়ে দিল বলা বাহুল্য। তেমনই গেরুয়া শিবির তীব্র অস্বস্তির মধ্যে পড়ল।

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version