Thursday, August 28, 2025

‘শুধুমাত্র বিরাট-রোহিতের ওপর ভরসা করলে একদিনের বিশ্বকাপ জিততে পারবে না ভারত’: কপিল দেব

Date:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। টি-২০ বিশ্বকাপে ব‍্যর্থতার পর একদিনের বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। এই ক্ষেত্রে অনেকেই মনে করছেন, আসন্ন একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলির ব‍্যাট চললেই একদিনের বিশ্বকাপে সফল হবে টিম ইন্ডিয়া। যদিও এই বক্তব্য মানতে নারাজ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি এক সাক্ষাৎকারে বলেন, কেউ যদি ভেবে থাকেন, এই দুই খেলোয়াড় ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেবেন, তা হলে এই ভাবনা ভুল। একা কোহলি এবং রোহিতের উপর বিশ্বকাপ জয়ের আশা না রাখলেই ভালো হবে।

এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” আপনি যদি বিশ্বকাপ জিততে চান, কোচ, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত স্বার্থকে পেছনে ফেলতে হবে এবং তাঁদের দল নিয়ে ভাবতে হবে। আপনি বিরাট বা রোহিত বা ২-৩ জন ক্রিকেটারের উপর যদি ভরসা করেন যে, তারা বিশ্বকাপ জিতিয়ে দেবে। এমনটা কিন্তু কখনও হবে না। পুরো দলের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের কি এমন দল আছে? অবশ্যই আছে। আমাদের কি এমন ম্যাচ উইনিং খেলোয়াড় আছে? অবশ্যই আছে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা, বিশ্বকাপ জেতাতে পারে।”

তিনি আরও বলেন,”সব সময়েই দুই-একজন খেলোয়াড় থাকে, যারা আপনার দলের স্তম্ভ হয়ে দাঁড়ায়। দল তাদের চারপাশে ঘোরে কিন্তু আমাদের সেটা ভেঙে অন্তত ৫-৬ জন খেলোয়াড় তৈরি করতে হবে। সেই জন্য আমি বলছি, শুধু বিরাট এবং রোহিতের উপর নির্ভর করা ঠিক নয়। এমন খেলোয়াড়দের দরকার, যারা তাদের প্রতিটি দায়িত্ব পালন করে। তরুণদের এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, এখন আমাদের সময়।”

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version