বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় FIR দায়ের রেলের

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগে এফআইআর দায়ের করল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে । রেলওয়ে অ্যাক্টে দায়ের করা হয়েছে এফআইআর। রেলমন্ত্রককে রিপোর্টও পাঠানো হয়েছে। সেমি হাইস্পিডের এই ট্রেনের নিরাপত্তার স্বার্থে কী কী করা প্রয়োজন, তারও উল্লেখ রয়েছে সেখানে। রিপোর্ট তলব করা হয়েছে সামসি ও কুমারগঞ্জ স্টেশন থেকেও।


আরও পড়ুন:প্রথমদিনেই বন্দে ভারতের খাবার নিয়ে ভুরি ভুরি অভিযোগ যাত্রীদের

রেল সূত্রের খবর, সোমবারের ঘটনার পর বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় পাঠানো হয়েছে আরপিএফ জওয়ান। এলাকায় তল্লাশিও চালানো হয় জিআরপির তরফে। বন্দে ভারত এক্সপ্রেসের অন বোর্ড আরপিএফ জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়েছে।

সাধারণ যাত্রী নিয়ে যাত্রার দ্বিতীয় দিনেই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ভেঙে যায় কাচের দরজা। মালদহের সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের সি১৩ কামরা। এই ঘটনাকে হালকাভাবে নিতে নারাজ রেল।রেলের সিপিআরও (এনএফ রেলওয়ে) সব্যসাচী দে বলেন, “আমরা এফআইআর দায়ের করেছি। আমাদের একটা আরপিএফ টিম ঘটনাস্থলে গিয়েছিল। অভিযান চালায়, মানুষকে সতর্কও করে ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে।”