Friday, November 14, 2025

দিল্লির মর্মান্তিক দুর্ঘটনায় এবার রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Date:

বছরের প্রথম দিনে এক মর্মান্তিক দুর্ঘটনার(Accedent) সাক্ষি থেকেছে রাজধানী দিল্লি(Delhi)। স্কুটির সঙ্গে গাড়ির ধাক্কা ও তারপর স্কুটি থেকে পড়ে যাওয়া তরুণীকে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে ১২ কিলোমিটার। ভয়াবহ এই ঘটনায় এবার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

রবিবার ভোরে ওই তরুণীর স্কুটিতে যে গাড়ি ধাক্কা মারে তাতে চালক সহ পাঁচ জনই মদ্যপ ছিল। স্কুটিতে ছিলেন দু’জন তরুণী। গাড়ির ধাক্কায় একজন পড়ে যান গাড়ির সামনে। তাঁর পা আটকে যায় গাড়িতে। ওই অবস্থাতেই মেয়েটিকে টেনে হিঁচড়ে প্রায় ১২ কিলোমিটার নিয়ে যায় সেই গাড়ি। পরে তরুণী ছিন্নভিন্ন নগ্ন দেহ গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছিটকে পড়ে। ভয়ঙ্কর এই ঘটনাকে ‘বিরলতম’ বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার সঙ্গে রিপোর্ট তলব করেছেন শাহ। তদন্ত প্রক্রিয়ায় একের পর এক তথ্য উঠে আসছে। তদন্তকারীরা বলছেন, বান্ধবীকে গাড়ির সামনে পড়ে যেতে দেখেও বাঁচানোর চেষ্টা করেনি অন্য মেয়েটি। সে ভয়ে বান্ধবীকে ছেড়ে পালিয়ে যায়। ময়নাতদন্তে নিহত তরুণীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযোগ, স্কুটির সঙ্গে ধাক্কা লাগার পরেও ওই তরুণীকে কোনও রকম সাহায্য না করেই টেনে হিঁচড়ে নিয়ে যায় অভিযুক্তরা। দুর্ঘটনার কারণ নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

এদিকে জানা গিয়েছে মৃত তরুণীর নাম অঞ্জলি। সে বিহারের বাসিন্দা ছিল। কয়েক বছর আগে বাবা মারা গিয়েছেন। পরিবারে রয়েছেন মা, চার বোন ও দুই ভাই। ভাই-বোনের মধ্যে সবচেয়ে বড় তিনিই। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনিই। তদন্তে জানা গিয়েছে, যে গাড়িটি স্কুটিতে ধাক্কা মারে সেটি ছিল মারুতি সুজুকি। গাড়িতে থাকা ৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version