Thursday, May 15, 2025

ডিএলএডে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

ডিএলএডে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। মঙ্গলবার ২০২১- ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ আর নতুন করে কোনও আবেদনপত্র গ্রহণ করতে পারবে না। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ জানুয়ারি।

প্রাথমিক এবং এসএসসি নিয়োগ দুর্নীতির পাশাপাশি ডিএলএডে ভর্তির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে। এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। গত বছর ২৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করা হয়।

এদিকে ২০২১-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২৮ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ডিএলএড-এ ভর্তির জন্য ফর্ম পূরণ করা যাবে। কিন্তু,আপাতত এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এসএসসি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই এবং ইডি। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৫৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে তিনি নিয়ম না মেনে চাকরি পাওয়া ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এরই মধ্যে এবার ডিএলএড-এ ভর্তি প্রক্রিয়াতেও দুর্নীতির অভিযোগ ওঠা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আপাতত এই কোর্সের ভর্তিতে অন্তবর্তী স্থগিতাদেশ দেওয়া হল।

spot_img

Related articles

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...