Wednesday, August 27, 2025

আবাস যোজনায় দুর্নীতি! ফের বেলাগাম বিজেপি মন্ত্রী, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে বেলাগাম কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar)। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বুঝলেই অভিযুক্তকে ‘রাম ধোলাই’ দেওয়ার নিদান দিলেন বাঁকুড়ার (Bankura) বিজেপি (BJP) সাংসদ। মঙ্গলবার, দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রাম ধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’’ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে এই কুকথার তীব্র নিন্দা তৃণমূল নেতৃত্ব।

বাঁকুড়ার সিমলাপালের কৃষ্ণপুর গ্রামে একটি সভায় তিনি মন্তব্য করেন, ‘‘আবাস দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কম নয়। আবাস নিয়ে শাসকদলে মারপিট চলছে।’’ এরপরেই বেলাগাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘‘গ্রামে গিয়ে মিথ্যা কথা কেউ বললে তাকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম ছাড়া করুন’’।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। সুভাষের নীতি নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। তাঁর অভিযোগ, ‘‘এই কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশেই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার পরিবারের সদস্যরা কল্যাণী এমসে নিয়ম ভেঙে চাকরি পেয়েছেন। তিনি কি না দুর্নীতি নিয়ে কথা বলছেন!’’ শান্তনুর মতে বিজেপি বরবারই হিংসার রাজনীতি করে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রীও তার ব্যতিক্রম নন।

বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সুভাষ সরকার দিল্লিতে থাকেন। মাঝেমধ্যে বাংলায় এসে এই সমস্ত কথা বলে হিংসা ছড়ানোর চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে তাঁদের রাগ বাড়ছে’’।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version