Thursday, December 4, 2025

আবাস যোজনায় দুর্নীতি! ফের বেলাগাম বিজেপি মন্ত্রী, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে বেলাগাম কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar)। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বুঝলেই অভিযুক্তকে ‘রাম ধোলাই’ দেওয়ার নিদান দিলেন বাঁকুড়ার (Bankura) বিজেপি (BJP) সাংসদ। মঙ্গলবার, দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রাম ধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’’ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে এই কুকথার তীব্র নিন্দা তৃণমূল নেতৃত্ব।

বাঁকুড়ার সিমলাপালের কৃষ্ণপুর গ্রামে একটি সভায় তিনি মন্তব্য করেন, ‘‘আবাস দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কম নয়। আবাস নিয়ে শাসকদলে মারপিট চলছে।’’ এরপরেই বেলাগাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘‘গ্রামে গিয়ে মিথ্যা কথা কেউ বললে তাকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম ছাড়া করুন’’।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। সুভাষের নীতি নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। তাঁর অভিযোগ, ‘‘এই কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশেই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার পরিবারের সদস্যরা কল্যাণী এমসে নিয়ম ভেঙে চাকরি পেয়েছেন। তিনি কি না দুর্নীতি নিয়ে কথা বলছেন!’’ শান্তনুর মতে বিজেপি বরবারই হিংসার রাজনীতি করে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রীও তার ব্যতিক্রম নন।

বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সুভাষ সরকার দিল্লিতে থাকেন। মাঝেমধ্যে বাংলায় এসে এই সমস্ত কথা বলে হিংসা ছড়ানোর চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে তাঁদের রাগ বাড়ছে’’।

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...
Exit mobile version