Saturday, August 23, 2025

তারস্বরে গান বাজানোর প্রতিবাদ। আর তার খেসারত দিতে হল প্রাণের বিনিময়ে। তৃণমূলের (TMC) প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধানকে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার অন্তর্গত পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আফজল মোমিন (Afzal Momin)। ৬৫ বছর বয়সি ওই প্রৌঢ় কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রাস্তা দিয়ে তারস্বরে ডিজে বাজিয়ে যাচ্ছিল পিকনিক (Picnic) ফেরত একদল যুবক। আর সেই সময় ডিজে বাজানোর প্রতিবাদ করেন গ্রামেরই ওই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান। অভিযুক্ত যুবকদের ডিজের শব্দ কমানোর অনুরোধ করেন। তা নিয়েই শুরু হয় বচসা। ঘটনার জেরে প্রতিবাদী ওই তৃণমূল উপপ্রধানকে বাঁশ, রড দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এদিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আফজল মোমিনের।

গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবকরা ডিজের শব্দ তো কমায়নি, উল্টে আরও আরও বাড়িয়ে দেয়। গানের তালে মত্ত অবস্থায় নাচানাচি শুরু করে তারা। বিষয়টি নজরে আসতেই বেশ কিছু গ্রামবাসী প্রতিবাদ করেন। ওই যুবকরা তখন বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর তারা বাঁশ, ব্যাট, রড নিয়ে এসে আফজল মোমিনের বাড়িতে হামলা চালায়। পিকনিকের গাড়ির চালক-সহ ১৭-১৮ জন মিলে তাঁকে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে মারে।

রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধকে উদ্ধার করে মোথাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আফজলের পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, এই ঘটনায় মামুন শেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের (FIR) হয়েছে। ইতিমধ্যে মামুন সহ মোট ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version