Tuesday, December 16, 2025

Malda: মর্মান্তিক! ডিজের শব্দ কমানোর অনুরোধ, তৃণমূল নেতাকে পিটিয়ে খু*ন

Date:

তারস্বরে গান বাজানোর প্রতিবাদ। আর তার খেসারত দিতে হল প্রাণের বিনিময়ে। তৃণমূলের (TMC) প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধানকে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার অন্তর্গত পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আফজল মোমিন (Afzal Momin)। ৬৫ বছর বয়সি ওই প্রৌঢ় কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রাস্তা দিয়ে তারস্বরে ডিজে বাজিয়ে যাচ্ছিল পিকনিক (Picnic) ফেরত একদল যুবক। আর সেই সময় ডিজে বাজানোর প্রতিবাদ করেন গ্রামেরই ওই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান। অভিযুক্ত যুবকদের ডিজের শব্দ কমানোর অনুরোধ করেন। তা নিয়েই শুরু হয় বচসা। ঘটনার জেরে প্রতিবাদী ওই তৃণমূল উপপ্রধানকে বাঁশ, রড দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এদিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আফজল মোমিনের।

গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবকরা ডিজের শব্দ তো কমায়নি, উল্টে আরও আরও বাড়িয়ে দেয়। গানের তালে মত্ত অবস্থায় নাচানাচি শুরু করে তারা। বিষয়টি নজরে আসতেই বেশ কিছু গ্রামবাসী প্রতিবাদ করেন। ওই যুবকরা তখন বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর তারা বাঁশ, ব্যাট, রড নিয়ে এসে আফজল মোমিনের বাড়িতে হামলা চালায়। পিকনিকের গাড়ির চালক-সহ ১৭-১৮ জন মিলে তাঁকে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে মারে।

রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধকে উদ্ধার করে মোথাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আফজলের পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, এই ঘটনায় মামুন শেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের (FIR) হয়েছে। ইতিমধ্যে মামুন সহ মোট ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ।

 

 

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version