Wednesday, December 24, 2025

রাজা তৃতীয় চার্লসকে ফোন প্রধানমন্ত্রীর! জি২০ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা  

Date:

Share post:

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে ফোনে কথা (Telephonic Conversation) বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ব্রিটেনের সিংহাসনে বসার পর এই প্রথম মোদির সঙ্গে কথা তৃতীয় চার্লসের। রাজাকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। জলবায়ু, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs) সূত্রে খবর।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে লিখেছেন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং কমনওয়েলথ সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে রাজা চার্লসের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। এছাড়াও ভারতের জি২০ প্রেসিডেন্সি এবং মিশন লাইফ-এর সম্ভাবনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জি২০ (G20) গোষ্ঠীর সভাপতি হিসেবে কী কী বিষয়ে ভারত অগ্রাধিকার প্রদান করছে, তা তৃতীয় চার্লসকে বুঝিয়ে বলেছেন মোদি। মিশন লাইফ-এর (Mission Lifestyle of Environment) প্রাসঙ্গকিতাও বুঝিয়ে দেন। পাশাপাশি কীভাবে কমনওয়েলথকে (Commonwealth) আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

গতবছর ৮ সেপ্টেম্বর রানি এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন রাজা চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের (Second Elizabeth) প্রয়াণের পর চার্লসকে ব্রিটেনের রাজা হিসাবে ঘোষণা করা হয়। ৭৩ বছর বয়সে রাজা হন তিনি। যদিও ব্রিটেনের রাজবাড়ির প্রথা মেনে এখনও রাজা হিসাবে অভিষেক হয়নি তাঁর। চলতি বছরের মার্চ মাসেই সেই অনুষ্ঠান হবে। অন্যদিকে, এই মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন ঋষি সুনাক (Rishi Sunak)। তাঁর প্রধানমন্ত্রীত্বে দুই দেশের সম্পর্কের উন্নতি নিয়ে আশাবাদী অনেকেই। এই পরিস্থিতিতে চার্লসের সঙ্গে ফোনে কথা মোদির।

 

 

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...