Friday, November 7, 2025

রাজা তৃতীয় চার্লসকে ফোন প্রধানমন্ত্রীর! জি২০ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা  

Date:

Share post:

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে ফোনে কথা (Telephonic Conversation) বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ব্রিটেনের সিংহাসনে বসার পর এই প্রথম মোদির সঙ্গে কথা তৃতীয় চার্লসের। রাজাকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। জলবায়ু, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs) সূত্রে খবর।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে লিখেছেন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং কমনওয়েলথ সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে রাজা চার্লসের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। এছাড়াও ভারতের জি২০ প্রেসিডেন্সি এবং মিশন লাইফ-এর সম্ভাবনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জি২০ (G20) গোষ্ঠীর সভাপতি হিসেবে কী কী বিষয়ে ভারত অগ্রাধিকার প্রদান করছে, তা তৃতীয় চার্লসকে বুঝিয়ে বলেছেন মোদি। মিশন লাইফ-এর (Mission Lifestyle of Environment) প্রাসঙ্গকিতাও বুঝিয়ে দেন। পাশাপাশি কীভাবে কমনওয়েলথকে (Commonwealth) আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

গতবছর ৮ সেপ্টেম্বর রানি এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন রাজা চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের (Second Elizabeth) প্রয়াণের পর চার্লসকে ব্রিটেনের রাজা হিসাবে ঘোষণা করা হয়। ৭৩ বছর বয়সে রাজা হন তিনি। যদিও ব্রিটেনের রাজবাড়ির প্রথা মেনে এখনও রাজা হিসাবে অভিষেক হয়নি তাঁর। চলতি বছরের মার্চ মাসেই সেই অনুষ্ঠান হবে। অন্যদিকে, এই মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন ঋষি সুনাক (Rishi Sunak)। তাঁর প্রধানমন্ত্রীত্বে দুই দেশের সম্পর্কের উন্নতি নিয়ে আশাবাদী অনেকেই। এই পরিস্থিতিতে চার্লসের সঙ্গে ফোনে কথা মোদির।

 

 

spot_img

Related articles

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...