Wednesday, December 3, 2025

রাজা তৃতীয় চার্লসকে ফোন প্রধানমন্ত্রীর! জি২০ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা  

Date:

Share post:

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে ফোনে কথা (Telephonic Conversation) বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ব্রিটেনের সিংহাসনে বসার পর এই প্রথম মোদির সঙ্গে কথা তৃতীয় চার্লসের। রাজাকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। জলবায়ু, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs) সূত্রে খবর।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে লিখেছেন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং কমনওয়েলথ সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে রাজা চার্লসের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। এছাড়াও ভারতের জি২০ প্রেসিডেন্সি এবং মিশন লাইফ-এর সম্ভাবনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জি২০ (G20) গোষ্ঠীর সভাপতি হিসেবে কী কী বিষয়ে ভারত অগ্রাধিকার প্রদান করছে, তা তৃতীয় চার্লসকে বুঝিয়ে বলেছেন মোদি। মিশন লাইফ-এর (Mission Lifestyle of Environment) প্রাসঙ্গকিতাও বুঝিয়ে দেন। পাশাপাশি কীভাবে কমনওয়েলথকে (Commonwealth) আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

গতবছর ৮ সেপ্টেম্বর রানি এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন রাজা চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের (Second Elizabeth) প্রয়াণের পর চার্লসকে ব্রিটেনের রাজা হিসাবে ঘোষণা করা হয়। ৭৩ বছর বয়সে রাজা হন তিনি। যদিও ব্রিটেনের রাজবাড়ির প্রথা মেনে এখনও রাজা হিসাবে অভিষেক হয়নি তাঁর। চলতি বছরের মার্চ মাসেই সেই অনুষ্ঠান হবে। অন্যদিকে, এই মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন ঋষি সুনাক (Rishi Sunak)। তাঁর প্রধানমন্ত্রীত্বে দুই দেশের সম্পর্কের উন্নতি নিয়ে আশাবাদী অনেকেই। এই পরিস্থিতিতে চার্লসের সঙ্গে ফোনে কথা মোদির।

 

 

spot_img

Related articles

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...