Friday, November 14, 2025

‘বিডিও অফিসে ঢিল মারুন’: সুকান্তর বিতর্কিত মন্তব্যে পাল্টা গ্রেফতারের দাবি তৃণমূলের

Date:

বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার বিরোধিতা করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পাল্টা বিডিও অফিসে (BDO Office) ঢিল ছোড়ার নিদান দিলেন তিনি। সুকান্ত বলেন, ঘটনার তদন্ত হোক। কারা ঢিল মারছে, তারা অবিলম্বে ধরা পড়ুক। ঢিল মারা বন্ধ হোক। ঢিল মারতে হলে উপযুক্ত জায়গায় গিয়ে মারুন। যেখানে মারার দরকার সেখানেই মারুন। ঘর পাচ্ছেন না, পারলে বিডিও অফিসে ঢিল মারুন। আর বিজেপির রাজ্য সভাপতির এমন বিতর্কিত মন্তব্যের পর শুরু হয়েছে জোর জল্পনা। পাশাপাশি এমন বিতর্কিত মন্তব্যের জন্য সুকান্ত মজুমদারের গ্রেফতারির দাবি জানিয়েছে তৃণমূল (Arrest)।

বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Anand Bose) সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর রাজভবন থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও অফিসে ঢিল মারার কথা বলেন সুকান্ত। আপনারা সমস্ত তথ্য তুলে আনুন। কারা উপযুক্ত হওয়া সত্ত্বেও ঘর পাননি, তথ্য দিন। সেই নামের তালিকা করতে বলেছি। প্রয়োজনে কোর্টে যাবো। ট্রেনে ঢিল মারছেন কেন। আবাস যোজনায় ঘর পাচ্ছেন না, বিডিও অফিসে ঢিল মারুন। প্রতিটি জেলাতেই দুর্নীতির আভাস পাচ্ছি। সুকান্ত আরও জানান, আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার কথা ছিল বাংলার। সারা দেশে মোট ৪৭৫টি বন্দে ভারত ট্রেন চলার কথা। কিন্তু এরকমভাবে এত সুন্দর ট্রেন যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন রেলও হয়তো এ ব্যাপারে ভাববে।

তবে সুকান্তর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (JayPrakash Majumder)। তিনি বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করতে সাধারণ মানুষকে প্ররোচনা দিচ্ছেন সুকান্তবাবু। সংসদে সংবিধান রক্ষার শপথ নিয়ে এই ধরণের কথা উনি বলতে পারেন না। এই ধরণের সাংসদের জেলে থাকা উচিত।

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version