বন্দে ভারত এক্সপ্রেসে(Bande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। গোটা ঘটনায় তৃণমূলকে দুষে কুৎসা শুরু করেছে রাজ্য বিজেপি(BJP)। এই ইস্যুতেই এবার ঘাসফুলের কড়া প্রতিক্রিয়া ফুটে উঠল দলের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে(Jago Bangla Editorial)। স্পষ্ট ভাষায় এই বিষয়ে জাগো বাংলায় লেখা হল, বাংলাকে কলুষিত করতে সেমসাইড গেম খেলছে বিজেপি। শুধু তাই নয়, রাজ্যের জনপ্রিয় শতাব্দী এক্সপ্রেস বাতিল প্রসঙ্গেও কেন্দ্রকে তোপ দাগা হয়েছে তৃণমূলের(TMC) তরফে।

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে এমনটাই জানিয়ে জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, “বাংলাজুড়ে প্রতিদিন কয়েক হাজার ট্রেন চলাচল করছে। কোথাও একটি ইটও পড়ে না। তাহলে বন্দে ভারতে হচ্ছে কী করে? এই অভিযোগটা কি ফেলে দেওয়া যায় যে বিজেপি (BJP) বাংলাকে কলুষিত করার জন্য সেমসাইড গেম খেলছে।” এরপরই উঠে আসে রাজ্যে কেন্দ্রীয় সংস্থার ‘সক্রিয়তা’র প্রসঙ্গ। লেখা হয়েছে, “যদি ঘটনা তৈরি করে বাংলার সরকারকে অভিযোগের আসনে বসানো যায়, তাহলে বন্ধুস্থানীয় একটি-দুটি এজেন্সিকে বাংলায় পাঠিয়ে দেওয়া যায়।”
এর পাশাপাশি শতাব্দী এক্সপ্রেস বাতিল প্রসঙ্গেও তোপ দাগা হয়েছে জাগো বাংলায়। দাবি করা হয়েছে, বন্দে ভারতকে রাজ্যের লাইফলাইন প্রমাণ করার জন্য শতাব্দী-সহ একগুচ্ছ ট্রেন বাতিল বাতিল করা হয়েছে। লাইনে কাজের জন্য শতাব্দী বাতিল কেন? প্রশ্ন এখানেও। তৃণমূলের দাবি, শতাব্দী রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ট্রেন। বন্দে ভারত আর শতাব্দীর রুটও প্রায় এক। তাহলে নতুন ট্রেন বন্দে ভারত লাইনে সারাইয়ের জন্য কয়েকদিন কেন বাতিল করা গেল না? কেন কোপ পড়ল শতাব্দীতে? প্রশ্ন উঠছে। এখান থেকেই চক্রান্তটা ক্রমশ স্পষ্ট হচ্ছে বলেই লেখা হল তৃণমূলের মুখপত্রে।

উল্লেখ্য, মালদহের পর নিউ জলপাইগুড়িতেও বন্দে ভারতকে লক্ষ্য় করে পাথর ছোঁয়া হয়। অভিযোগ, মঙ্গলবার এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগে তাকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ।
