Tuesday, December 16, 2025

নিউ জলপাইগুড়ি নয় শিলিগুড়ি অব্দি যাবে বন্দেভারত, নয়া সিদ্ধান্ত রেলের

Date:

বছরের প্রথম দিন থেকেই ভারতীয় রেলের (Indian Railways) বাংলায় অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। হাওড়া থেকে নিউ জলপাইগড়িতে(Howrah to NJP) যাওয়ার জন্য এই ট্রেনে একাধিক পরিষেবা দেওয়ার কথা বলা হলেও যাত্রার দ্বিতীয় দিন থেকে বিতর্কে বন্দেভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। এবার গতিপথ বদল। নিউ জলপাইগুড়ি নয়, বরং শিলিগুড়ি (Siliguri) স্টেশনে পৌঁছে থামবে এই ট্রেনের যাত্রা। শুধু এই একটা নয় একাধিক ট্রেনের ক্ষেত্রেই এই নিয়ম করা হয়েছে। রেল সূত্রে খবর নিউ জলপাইগুড়ি স্টেশনে নন ইন্টারলকিং-এর(Non Interlocking) কাজের জন্য এই সিদ্ধান্ত।

রেলের নন ইন্টারলকিং- এর কাজের জন্য আজ ৪ জানুয়ারি থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত তিন দিন ধরে স্টেশনে চলবে নন-ইন্টারলকিং-এর কাজ। তার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর। আজ বুধবার অবশ্য বন্দেভারত এক্সপ্রেসের পরিষেবা নেই৷ তবে আগামিকাল, বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার এই ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন স্টেশনে দাঁড়াবে। আগামী দু’দিন যাত্রী ভোগান্তি বাড়বে বলে মনে করা হচ্ছে। ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের যাত্রাপথ শেষ করে দেওয়া হবে শিলিগুড়ি স্টেশনে। ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-বাগডোগরা-শিলিগুড়ি রুট ঘুরে গন্তব্যে পৌঁছবে।

কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?
১৫৭০৯/১৫৭১০ মালদা টাউন–নিউ জলপাইগুড়ি আপ-ডাউন এক্সপ্রেস
১২৩৬৩ কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস আপ-ডাউন
১২০৪২/১২০৪১ আপ-ডাউন নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস
১৫৭২২ নিউ জলপাইগুড়ি– দিঘা এক্সপ্রেস এবং আপ দিঘা–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল থাকবে।
বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ২২৬১২ নিউ জলপাইগুড়ি–চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস। এই ট্রেন নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে না। ১৫৯৬২ ডিব্রুগড়– হাওড়া কামরূপএক্সপ্রেস একই রুট হয়ে যাতায়াত করবে। পাশাপাশি ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার–শিয়ালদা তিস্তা এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি আগামী ৬ জনুয়ারি বিকেল ৪.১০ টার পরিবর্তে বেলা ১২:১০ মিনিটে ছাড়বে।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version