আজ ফের আসানসোল আদালতে হাজিরা অনুব্রতর

0
1

প্রভাবশালী তত্ত্বে হাইকোর্টে জামিন খারিজ হওয়ার পর আজ ফের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সশরীরে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় গত ২২ ডিসেম্বর আসানসোল সিবিআই আদালতে হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুবরাজপুরে পুলিশি হেফাজতে রয়েছেন অনুব্রত বলে সিবিআই তরফে আদালতে জানানো হয়েছিল। পাশাপাশি ছুটিতে ছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ।তাই ওইদিন কোনও শুনানি হয়নি। ফলে ১৪ দিন পর পরবর্তী শুনানির দিন ধার্য হয়। সেইমত আজ অর্থাৎ ৫ জানুয়ারি ফের অনুব্রত মণ্ডলের হাজির হওয়ার কথা আসানসোল বিশেষ সিবিআই আদালতে।

আরও পড়ুন:অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট !


শেষবার গত ৯ ডিসেম্বর সিবিআই আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।ওইদিন শুনানি হলেও অনুব্রতর জামিনের আবেদন করা হয়নি।আজ অনুব্রতর আইনজীবী অনুব্রতর জামিনের আবেদন করতে পারেন।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর ইডি-র হাতে শোন্ অ্যারেস্ট হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে সিবিআই আদালতে কিন্তু তার আইনজীবী একবারের জন্যও জামিনের আবেদন করেননি। এই সময় হাইকোর্টে জামিনের আবেদন করে মামলা শুরু হয়। গতকালই জামিনের আবেদন খারিজ হয়। সেক্ষেত্রে উচ্চ আদালতে যেতে পারেন অনুব্রত বলে মনে করা হচ্ছে। যদিও এব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।