Wednesday, August 27, 2025

ক্যানসার আক্রান্ত শিশুর করুণ আর্তি, চিকিৎসকের পোস্টে আবেগঘন স্যোশাল মিডিয়া

Date:

ডাক্তার (Doctor) মানে তিনি মানুষ নন, সাধারণ মানুষের চোখে তিনি ‘ভগবান’। অসুস্থ রোগী নিয়ে সুস্থতার কাতর আর্তি জানান যায় তাঁকে। এবার সেই ডাক্তারের আবেগঘন পোস্টে চোখ ভিজল নেটিজেনদের। ৬ বছরের শিশু ক্যানসারে (Cancer) আক্রান্ত, তাঁর মা বাবা চিকিৎসক সুধীর কুমারকে (Dr. Sudhir Kumar) বলেছিলেন ছেলেকে কিছু না জানাতে। আট মাস আগে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে এসেছিলেন সেই দম্পতি। শিশুর নাম মনু (Manu), শীর্ণকায় হুইলচেয়ারে বসা ছেলেটিকে যখন প্রথম দেখেন সেই ডাক্তার তখন মনুর মুখে স্মিত হাসি, চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। চিকিৎসক মনুর শারীরিক পরীক্ষা করেন। এরপর এমন এক ঘটনা ঘটে যার জন্য প্রস্তুত ছিলেন না তিনি নিজেই। বাবা-মা ঘর পাশের ঘরে যেতেই মনু আচমকা চিকিৎসকের কাছে একটি আর্জি জানায়। সে বলে, “ডাক্তারবাবু আমার কী হয়েছে, সব জানি। ইন্টারনেট ঘেঁটে আমার রোগ সম্পর্কে জানতে পেরেছি। এটাও জানতে পেরেছি, আমার আয়ু আর ৬ মাস। কিন্তু এ কথা মা-বাবাকে আমি জানাইনি। আপনিও জানাবেন না, প্লিজ।”

ঠিক এই কথাগুলো সমাজ মাধ্যমে (Social Media)ঘোরাফেরা করছে এখন। কারণ মনু আর নেই। হাসপাতালে ঢোকার মুখে সেই দম্পতিকে দেখে দাঁড়িয়ে যান চিকিৎসক। জানতে পারেন ৬ বছরের ছেলেটা পৃথিবীর মায়া কাটিয়ে এক মাস আগেই চলে গেছে। চিকিৎসক সুধীর কুমার চোখের জল ধরে রাখতে পারেন নি। শুধু দম্পতির মুখের দিকে একঝলক তাকিয়ে নিঃশব্দে ঘরে ঢুকে যান। পরে তিনি নিজেই এই গোটা ঘটনার কথা টুইটারে জানিয়েছেন। মনুর কথা রাখেন নি তিনি। তাঁর বাবা মাকে সবটা জানিয়ে বলেছিলেন ছেলেকে সব আনন্দ দেওয়ার কথা। সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করে ছেলেকে তাঁর শেষ ইচ্ছে মতো ডিজনিল্যান্ড ঘুরিয়ে এনেছিলেন বাবা মা। চিকিৎসককে কৃতজ্ঞতা জানাতেই হাসপাতালে গেছিলেন তাঁরা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version