Sunday, August 24, 2025

বছরের শুরুতেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শীত। ইনিংসের শুরুতে ব্যাটিং তেমনভাবে না করতে পারলেও মরসুমের মাঝামাঝি দাপট দেখাচ্ছে শীত। বঙ্গে তরতরিয়ে নামছে তাপমাত্রার পারদ। তাতেই ঠান্ডায় জবুথুবু রাজ্যবাসী। বৃহস্পতিবার ভোর থেকেই শীতের পুরু চাদরে মুখ ঢেকেছে তিলোত্তমা -সহ গোটা রাজ্য। সেইসঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। জাঁকিয়ে শীত পড়ায় খুশি শীতপ্রেমীরা। হাওয়া অফিস জানাচ্ছে, আজ চলতি মরসুমের শীতলতম দিন।

আরও পড়ুন:শীতে জবুথুবু বাংলা! হু হু করে নামছে তাপমাত্রার পারদ

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায়.২ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেও হাঁড়কাপানো ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ থেকে ৩ পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও নামবে তাপমাত্রার পারদ। উত্তরের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমান্যতা অনেকটাই কমেছে। ফলে দূরপাল্লার ট্রেনগুলি খানিকটা দেরিতে চলছে। ঠান্ডায় কাঁপছে জলপাইগুড়ি, ডুয়ার্স, কোচবিহার, দুই দিনাজপুরও।সেই সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণতার ছোঁয়া নিচ্ছে মানুষ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।সকালে দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। উত্তুরে হাওয়ার দাপটে ভালোই ঠান্ডা অনুভূত হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version