কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে এবার উষ্মা প্রকাশ শীর্ষ আদালতের। ইডি সিবিআই -এর (ED-CBI) হাতে মামলা মানেই সময় নষ্ট , কার্যত এইভাবেই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওড়িশার এক চিটফান্ড মামলায় (chit fund case) তদন্তের গতি প্রকৃতি দেখে কেন্দ্রীয় এজেন্সির প্রতি অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ।
উল্লেখ্য বাংলায় ছোটবড় যে কোনও ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা বিরোধীদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এমনকী সাম্প্রতিক অতীতে হাই কোর্টও একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে CBI তদন্তে কোনও লাভ হয় না বরং শুধু শুধু সময় নষ্ট হয়। এবার তৃণমূল কংগ্রেসের এই দাবিকেই কার্যত মান্যতা দিল শীর্ষ আদালতের পর্যবেক্ষণ।