Tuesday, August 26, 2025

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে এবার উষ্মা প্রকাশ শীর্ষ আদালতের। ইডি সিবিআই -এর (ED-CBI) হাতে মামলা মানেই সময় নষ্ট , কার্যত এইভাবেই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওড়িশার এক চিটফান্ড মামলায় (chit fund case) তদন্তের গতি প্রকৃতি দেখে কেন্দ্রীয় এজেন্সির প্রতি অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ।

ওড়িশাতে প্রায় ২৫ লক্ষ মানুষ একাধিক চিটফান্ড সংস্থার দ্বারা প্রতারিত। এবার সেই সব সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছিলেন পিনাকপাণি মোহান্তি (Pinakpani Mohanti) নামের এক ব্যক্তি। প্রায় ১০ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ (MR Shah) এবং সিটি রবিকুমারের (CT Ravikumar)ডিভিশন বেঞ্চ সরাসরি তদন্তের অগ্রগতি সম্পর্কে ED এবং CBI এর কাছে জানতে চান। এই মামলাতেই বিচারপতি শাহ বলেন, যে সব আর্থিক প্রতারণা মামলায় সিবিআই এবং ইডি তদন্ত করে, সেই মামলাতেই তদন্ত ঢিলে হয়ে যায় বলেই তাঁর মত । তিনি বলেন বছরের পর বছর কেটে যায় কিন্তু কাজের কাজ কিছু হয় না, তাই বাধ্য হয়ে জামিন দিতে হয় আদালতকে । এরপর তিনি সরাসরি প্রশ্ন করেন সিবিআইয়ের আইনজীবীকে, তিনি জানতে চান কটা আর্থিক কেলেঙ্কারির যুক্তিযুক্ত সমাধান করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? বিচারপতি এদিন CBI এর কার্যপদ্ধতি বদলাতে হবে বলেও জানান। যদিও বিচারপতির প্রশ্নের উত্তর দিতে পারেন নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

উল্লেখ্য বাংলায় ছোটবড় যে কোনও ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা বিরোধীদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এমনকী সাম্প্রতিক অতীতে হাই কোর্টও একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে CBI তদন্তে কোনও লাভ হয় না বরং শুধু শুধু সময় নষ্ট হয়। এবার তৃণমূল কংগ্রেসের এই দাবিকেই কার্যত মান্যতা দিল শীর্ষ আদালতের পর্যবেক্ষণ।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version