Thursday, November 13, 2025

ইডি সিবিআই -এর হাতে মামলা মানেই সময় নষ্ট : সুপ্রিম কোর্ট

Date:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে এবার উষ্মা প্রকাশ শীর্ষ আদালতের। ইডি সিবিআই -এর (ED-CBI) হাতে মামলা মানেই সময় নষ্ট , কার্যত এইভাবেই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওড়িশার এক চিটফান্ড মামলায় (chit fund case) তদন্তের গতি প্রকৃতি দেখে কেন্দ্রীয় এজেন্সির প্রতি অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ।

ওড়িশাতে প্রায় ২৫ লক্ষ মানুষ একাধিক চিটফান্ড সংস্থার দ্বারা প্রতারিত। এবার সেই সব সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছিলেন পিনাকপাণি মোহান্তি (Pinakpani Mohanti) নামের এক ব্যক্তি। প্রায় ১০ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ (MR Shah) এবং সিটি রবিকুমারের (CT Ravikumar)ডিভিশন বেঞ্চ সরাসরি তদন্তের অগ্রগতি সম্পর্কে ED এবং CBI এর কাছে জানতে চান। এই মামলাতেই বিচারপতি শাহ বলেন, যে সব আর্থিক প্রতারণা মামলায় সিবিআই এবং ইডি তদন্ত করে, সেই মামলাতেই তদন্ত ঢিলে হয়ে যায় বলেই তাঁর মত । তিনি বলেন বছরের পর বছর কেটে যায় কিন্তু কাজের কাজ কিছু হয় না, তাই বাধ্য হয়ে জামিন দিতে হয় আদালতকে । এরপর তিনি সরাসরি প্রশ্ন করেন সিবিআইয়ের আইনজীবীকে, তিনি জানতে চান কটা আর্থিক কেলেঙ্কারির যুক্তিযুক্ত সমাধান করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? বিচারপতি এদিন CBI এর কার্যপদ্ধতি বদলাতে হবে বলেও জানান। যদিও বিচারপতির প্রশ্নের উত্তর দিতে পারেন নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

উল্লেখ্য বাংলায় ছোটবড় যে কোনও ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা বিরোধীদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এমনকী সাম্প্রতিক অতীতে হাই কোর্টও একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে CBI তদন্তে কোনও লাভ হয় না বরং শুধু শুধু সময় নষ্ট হয়। এবার তৃণমূল কংগ্রেসের এই দাবিকেই কার্যত মান্যতা দিল শীর্ষ আদালতের পর্যবেক্ষণ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version