Thursday, November 13, 2025

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করল এসিসি

Date:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির মন্তব্যের জবাব দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বৃহস্পতিবার জয় শাহ এশিয়া কাপ ২০২৩-২৪ এর ক্যালেন্ডার প্রকাশ করেছিলেন। সেই সূচি প্রকাশ হওয়ার পরই নাজাম শেঠি সেই সূচিকে একতরফা সিদ্ধান্ত বলেন। আর শুক্রবার সেই মন্তব্যের পাল্টা দিল এসিসি। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে এসিসি।

এদিন এসিসি-র তরফে একটি বিবৃতিতে লেখা হয়েছে, “আমরা জানতে পেরেছি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি সম্প্রতি এসিসি সভাপতি জয় শাহের বিরুদ্ধে সূচি তৈরি করা এবং প্রকাশ করার সম্পর্কে একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন। এসিসি জানাতে চায় যে, প্রতিষ্ঠিত নিয়ম মেনেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৩ ডিসেম্বর ডেভেলপমেন্ট কমিটি এবং ফিনান্স ও মার্কেটিং কমিটি বৈঠক করেছিল। সেখানেই এই সূচি চূড়ান্ত করা হয়েছে। সমস্ত দেশকে সেই সূচি আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর পাক বোর্ডকেও সেটা পাঠানো হয়েছে।”

এখানেই না থেমে এসিসি-র তরফ থেকে আরও বলা হয়,”২২ ডিসেম্বর, ২০২২-এর ক্যালেন্ডারটি একটি ইমেলের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ সমস্ত সদস্য দেশকে পৃথকভাবে পাঠানো হয়েছিল। কিছু কিছু বোর্ড তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু পিসিবি-র তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। তাই সমাজমাধ্যমে শেঠির মন্তব্য ভিত্তিহীন এবং এসিসি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”


 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version