Sunday, August 24, 2025

দিল্লিতে তরুণীর মর্মান্তিক মৃ*ত্যুর ঘটনায় যুক্ত আরও ২! তদন্তে নয়া তথ্য

Date:

বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীর ঘটনার তরুণীর মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থেকেছে গোটা দেশ। সেই মৃত্যুর তদন্তে এবার নয়া তথ্য।তদন্তে দিল্লি পুলিশ জানিয়েছে, এক তরুণীকে গাড়িতে হেঁচড়ে নিয়ে যাওয়ার ওই ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচ জনের পাশাপাশি আরও দু’জন জড়িত রয়েছে। তারা বর্তমানে পলাতক। দু’জনের একজন গাড়ির মালিক আশুতোষ এবং অন্য জন ধৃত এক অভিযুক্তের ভাই। তার নাম অঙ্কুশ। ধৃতদের বিরুদ্ধে ওই ঘটনায় প্রমাণ লোপের অভিযোগ আনা হয়েছে। আজ দিল্লির রোহিণী আদালত ধৃতদের আরও চার দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন:প্রকাশ্যে দিল্লির মৃ*ত তরুণীর ময়নাতদন্তের রিপোর্ট, নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু?
রাজধানীতে বর্ষবরণের রাতে তরুণীর স্কুটিতে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। ধাক্কা খেয়ে স্কুটিচালক তরুণী রাস্তায় পড়ে যান। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ির নীচে ওই তরুণীর পা আটকে যাওয়া সত্ত্বেও ওই অবস্থাতেই তাঁকে প্রায় ১২ কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। পরে একটি মোড় ঘুরতে গিয়ে গাড়ির তলা থেকে ওই তরুণীর দেহ বেরিয়ে এলে তাঁকে সেখানে ফেলে রেখেই চম্পট দেয় আরোহীরা। পরে পুলিশ তরুণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিউরে ওঠে গোটা দেশ।এরপর ঘাতক গাড়ির চালক সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।শুরু হয় জেরা।

তদন্তে নেমে দিল্লি পুলিশের কাছে উঠে আসে একের পর এক তথ্য।পাঁচদিন পরে পুলিশ জানতে পারে, ওই ঘটনার সঙ্গে আরও দু’জন ব্যক্তি যুক্ত । দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (আইনশৃঙ্খলা) সাগরপ্রীত হুডা জানান, নতুন একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই পাঁচ জন গাড়ি রাখার সময়ে আরও দুই ব্যক্তি, আশুতোষ ও অঙ্কুশের সঙ্গে ওই দুর্ঘটনা নিয়ে আলোচনা করে। দু’জনেই বর্তমানে ফেরার। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পাশাপাশি পুলিশ এও জানিয়েছে, গোড়ায় ঘাতক গাড়ির আরোহী দীপক দাবি করেছিল দুর্ঘটনার সময়ে সে-ই গাড়িটি চালাচ্ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, গাড়ির চালাচ্ছিল অমিত বলে আর এক আরোহী। অমিতের ড্রাইভিং লাইসেন্স নেই। কিন্তু দীপকের তা থাকায় দুর্ঘটনার সময়ে সে গাড়ি চালাচ্ছিল বলে পুলিশকে বলার পরামর্শ দেয় অঙ্কুশ। হুডা জানান, ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ লোপাট, তদন্তকে ভুল পথে চালানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ মৃত তরুণী ও অভিযুক্তদের কল রেকর্ড খতিয়ে দেখে জানিয়েছে, উভয় পক্ষ পরস্পরের অপরিচিত ছিলেন। মৃত তরুণীর যে বান্ধবী দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করেছিল পুলিশ, তাঁরও বয়ান নথিভুক্ত করা হয়েছে। ওই তরুণীর সঙ্গেও অভিযুক্তদের পুরনো কোনও সম্পর্ক ছিল না বলে জানিয়েছে পুলিশ। মৃতার বন্ধুর মা আজ দাবি করেছেন, অভিযুক্তরা তাঁর মেয়ের বন্ধুকে ধাক্কা মারার পরে তাঁর মৃত্যু নিশ্চিত করতে তরুণীর উপর দিয়ে বারংবার গাড়ি চালায়। ধাক্কায় ছিটকে পড়া তাঁর মেয়েকেও পিষে দেওয়ার চেষ্টা করেছিল ঘাতক গাড়ির আরোহীরা। কিন্তু সে দূরে পালিয়ে যাওয়ায় বেঁচে যায়। মা ওই দাবি করলেও মৃতা তরুণীর পরিবার অবশ্য ওই ঘটনায় বন্ধুর ভূমিকা রয়েছে বলে দাবি করছে। গাড়ির আরোহীদের সঙ্গেই বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার দাবিতে সরব রয়েছে তারা।

আজ রোহিণী আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে ধৃতদের পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার আর্জি জানানো হয়। পুলিশের তরফে আদালতে বলা হয়, অভিযুক্ত সাত জনের মধ্যে দু’জন এখনও পলাতক। যে পাঁচ জন রয়েছে তাদের প্রত্যেককে আলাদা করে জেরা ও ১২ কিলোমিটার রাস্তা জুড়ে ঘটনাটির পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে। সেই কারণে পাঁচ দিন সময় প্রয়োজন। আদালত চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। দিল্লি পুলিশ জানায়, তাদের কমপক্ষে ১৮টি দল গোটা তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে। খুব দ্রুত চার্জশিট আদালতে পেশ করা হবে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version