Friday, November 7, 2025

ফের হদিশ মিলল প্রতারণা চক্রের। এবার শিয়ালদহ ডিআরএম (Sealdah DRM Office) বিল্ডিংয়েই লোক ঠকানোর ব্যবসা। দুর্নীতি চক্রের পর্দা ফাঁস করল আরপিএফের (RPF) দুর্নীতি দমন শাখা। এই বিষয়ে বর্ধমানের কাটোয়া এলাকার যুবক কর্ণ বিশ্বাস (Karan Biswas)প্রথম গোটা বিষয়টি সবার নজরে আনেন। তিনি অভিযোগ করে জানান যে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র (Fake job racket) চলছে রেলের অফিসের ভেতরেই। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ধাপা আনন্দপুরের রহমান নজির (Rahman Nazir) ও গোবিন্দ খটিক রোডের শম্ভু মল্লিককে (Shambhu Mallick)।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলে এর আগেও একাধিকবার দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়ার ঘটনা প্রায় নিত্যদিনই ঘটে চলেছে। বেকার যুবকদের অসহায়তার সুযোগ নিয়ে তাঁদের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগে তদন্তও শুরু করে রেল পুলিশের গোয়েন্দা বিভাগ। কিন্তু এসবের মাঝেই ফের রেলের দিকে আঙুল উঠল। অভিযোগকারী কর্ণ বিশ্বাস জানিয়েছেন বর্ধমান এলাকার এক মহিলা নিজেকে শিয়ালদহের রেল আধিকারিক বলে পরিচয় দিয়ে রেলে চাকরির প্রলোভন দেখায়। এরপর ধৃতদের সঙ্গে তাঁকে দেখা করতে বলেন। ধৃতরা কর্ণকে বলেন শিয়ালদহ ডিআরএম বিল্ডিংয়ে দেখা করতে হবে। এরপর পার্সোনাল বিভাগের দফতরের সামনে রাখা বেঞ্চিতে এক খাতায় স্বাক্ষর করানো হয় তাঁকে। তারপরই প্রতিশ্রুতি মতো সেখান থেকে বাইরে এসে দু’লক্ষ টাকা নেয় অভিযুক্তরা। এরপর ফের কথা দেওয়া আগাম টাকা নিতে ধৃত দু’জন আবার আসে। একজন ডিআরএম বিল্ডিংয়ের ভিতরে খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। অন‌্য জন রাস্তা থেকে কর্ণকে নিয়ে যায় ডিআরএম বিল্ডিংয়ের ভিতর। সেখানে ফের খাতায় সই করানোর নাটক করান হয়। সেখানেই সন্দেহ জাগে অভিযোগকারীর। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফের অপরাধ দমন শাখা দু’জনকে ধরে ফেলে। রহমান নজির ও শম্ভু মল্লিক অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে রেল পুলিশ সূত্রে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে শিয়ালদহ , হাওড়ার মতো জায়গায় ডিআরএম বিল্ডিংয়ের ভিতরে বহিরাগতদের প্রতারণা চক্র কীভাবে চলতে পারে ? রেলের নিরাপত্তায় যে কত বড় গাফিলতি রয়েছে তাই নিয়েই ইতিমধ্যেই আলোচনা চলছে ওয়াকিবহল মহলে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version