Monday, May 5, 2025

ফের হদিশ মিলল প্রতারণা চক্রের। এবার শিয়ালদহ ডিআরএম (Sealdah DRM Office) বিল্ডিংয়েই লোক ঠকানোর ব্যবসা। দুর্নীতি চক্রের পর্দা ফাঁস করল আরপিএফের (RPF) দুর্নীতি দমন শাখা। এই বিষয়ে বর্ধমানের কাটোয়া এলাকার যুবক কর্ণ বিশ্বাস (Karan Biswas)প্রথম গোটা বিষয়টি সবার নজরে আনেন। তিনি অভিযোগ করে জানান যে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র (Fake job racket) চলছে রেলের অফিসের ভেতরেই। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ধাপা আনন্দপুরের রহমান নজির (Rahman Nazir) ও গোবিন্দ খটিক রোডের শম্ভু মল্লিককে (Shambhu Mallick)।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলে এর আগেও একাধিকবার দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়ার ঘটনা প্রায় নিত্যদিনই ঘটে চলেছে। বেকার যুবকদের অসহায়তার সুযোগ নিয়ে তাঁদের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগে তদন্তও শুরু করে রেল পুলিশের গোয়েন্দা বিভাগ। কিন্তু এসবের মাঝেই ফের রেলের দিকে আঙুল উঠল। অভিযোগকারী কর্ণ বিশ্বাস জানিয়েছেন বর্ধমান এলাকার এক মহিলা নিজেকে শিয়ালদহের রেল আধিকারিক বলে পরিচয় দিয়ে রেলে চাকরির প্রলোভন দেখায়। এরপর ধৃতদের সঙ্গে তাঁকে দেখা করতে বলেন। ধৃতরা কর্ণকে বলেন শিয়ালদহ ডিআরএম বিল্ডিংয়ে দেখা করতে হবে। এরপর পার্সোনাল বিভাগের দফতরের সামনে রাখা বেঞ্চিতে এক খাতায় স্বাক্ষর করানো হয় তাঁকে। তারপরই প্রতিশ্রুতি মতো সেখান থেকে বাইরে এসে দু’লক্ষ টাকা নেয় অভিযুক্তরা। এরপর ফের কথা দেওয়া আগাম টাকা নিতে ধৃত দু’জন আবার আসে। একজন ডিআরএম বিল্ডিংয়ের ভিতরে খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। অন‌্য জন রাস্তা থেকে কর্ণকে নিয়ে যায় ডিআরএম বিল্ডিংয়ের ভিতর। সেখানে ফের খাতায় সই করানোর নাটক করান হয়। সেখানেই সন্দেহ জাগে অভিযোগকারীর। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফের অপরাধ দমন শাখা দু’জনকে ধরে ফেলে। রহমান নজির ও শম্ভু মল্লিক অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে রেল পুলিশ সূত্রে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে শিয়ালদহ , হাওড়ার মতো জায়গায় ডিআরএম বিল্ডিংয়ের ভিতরে বহিরাগতদের প্রতারণা চক্র কীভাবে চলতে পারে ? রেলের নিরাপত্তায় যে কত বড় গাফিলতি রয়েছে তাই নিয়েই ইতিমধ্যেই আলোচনা চলছে ওয়াকিবহল মহলে।

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version