Monday, August 25, 2025

এক টিকিটেই গঙ্গাসাগর, পুণ্যার্থীদের জন্য বড় উদ্যোগ পরিবহণ দফতরের

Date:

Share post:

রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা থেকে গঙ্গাসাগর(Gangasagar) হেলিকপ্টার পরিষেবা(Helicoptar Service) চালু করা হয়েছে সম্প্রতি। এবার পুণ্যার্থীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য পরিবহন দফতর(Transport Department)। এক টিকিটেই এবার পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগর। টিকিটের জন‌্য বারবার বাস বা ভেসেলের লাইনে দাঁড়াতে হবে না পুণ‌্যার্থীদের। একবার টিকিট কাটলেই হাওড়া(Howrah) এবং বাবুঘাট(BabuGhat) থেকে পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে। ওই টিকিটে চড়া যাবে বাসে, ফেরিতেও।

পরিবহন দফতরের তরফে জানা গিয়েছে, পুণ্যার্থীদের জন্য হাওড়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত ভাড়া পড়বে ২১০ টাকা। এবং বাবুঘাট থেকে এই ভাড়া পড়বে ২০০ টাকা। তারমধ্যে যাতায়াতের ফেরির খরচ ৪০ টাকা করে ৮০ টাকা ধরা হয়েছে। বাকি ১২০ টাকা বাসের। মানে এক ট্রিপ ৬০ টাকা করে। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। যা চলবে ১৭ তারিখ পর্যন্ত। মকর সংক্রান্তি উপলক্ষ্যে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নানে আসেন গঙ্গাসাগর। দেশের প্রায় সমস্ত প্রান্ত থেকে আসা এইসব মানুষের ভোগান্তি কমাতেই অভিনব এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

গতবছর কোভিড (COVID-19) আবহে প্রথম এই নিয়ম চালু হয়েছিল। প্রতি বছর গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে হাওড়া থেকে বাসে নামখানা কিংবা কাকদ্বীপের হারউড পয়েন্ট পর্যন্ত সড়কপথে যেতে হয় পুণ‌্যার্থীদের। তারপর সেখান থেকে লট ৮ বা কচুবেড়িয়া পর্যন্ত ফেরিতে যেতে হয়। সেখানেও টিকিট কাটার জন্য বিরাট লাইন পড়ে। সাগরদ্বীপে কচুবেড়িয়া পৌঁছে আবার বাস ধরতে হয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য। ফেরার সময়ও একইভাবে বার বার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। পুণ্যার্থীদের এই সমস্যা দূর করতেই এক টিকিটে গঙ্গাসাগর চালু করা হবে। পরিবহণ দফতরের নয়া এই উদ্যোগে ভোগান্তি কমবে যাত্রীদের।

spot_img

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...