Sunday, December 7, 2025

এক টিকিটেই গঙ্গাসাগর, পুণ্যার্থীদের জন্য বড় উদ্যোগ পরিবহণ দফতরের

Date:

Share post:

রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা থেকে গঙ্গাসাগর(Gangasagar) হেলিকপ্টার পরিষেবা(Helicoptar Service) চালু করা হয়েছে সম্প্রতি। এবার পুণ্যার্থীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য পরিবহন দফতর(Transport Department)। এক টিকিটেই এবার পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগর। টিকিটের জন‌্য বারবার বাস বা ভেসেলের লাইনে দাঁড়াতে হবে না পুণ‌্যার্থীদের। একবার টিকিট কাটলেই হাওড়া(Howrah) এবং বাবুঘাট(BabuGhat) থেকে পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে। ওই টিকিটে চড়া যাবে বাসে, ফেরিতেও।

পরিবহন দফতরের তরফে জানা গিয়েছে, পুণ্যার্থীদের জন্য হাওড়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত ভাড়া পড়বে ২১০ টাকা। এবং বাবুঘাট থেকে এই ভাড়া পড়বে ২০০ টাকা। তারমধ্যে যাতায়াতের ফেরির খরচ ৪০ টাকা করে ৮০ টাকা ধরা হয়েছে। বাকি ১২০ টাকা বাসের। মানে এক ট্রিপ ৬০ টাকা করে। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। যা চলবে ১৭ তারিখ পর্যন্ত। মকর সংক্রান্তি উপলক্ষ্যে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নানে আসেন গঙ্গাসাগর। দেশের প্রায় সমস্ত প্রান্ত থেকে আসা এইসব মানুষের ভোগান্তি কমাতেই অভিনব এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

গতবছর কোভিড (COVID-19) আবহে প্রথম এই নিয়ম চালু হয়েছিল। প্রতি বছর গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে হাওড়া থেকে বাসে নামখানা কিংবা কাকদ্বীপের হারউড পয়েন্ট পর্যন্ত সড়কপথে যেতে হয় পুণ‌্যার্থীদের। তারপর সেখান থেকে লট ৮ বা কচুবেড়িয়া পর্যন্ত ফেরিতে যেতে হয়। সেখানেও টিকিট কাটার জন্য বিরাট লাইন পড়ে। সাগরদ্বীপে কচুবেড়িয়া পৌঁছে আবার বাস ধরতে হয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য। ফেরার সময়ও একইভাবে বার বার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। পুণ্যার্থীদের এই সমস্যা দূর করতেই এক টিকিটে গঙ্গাসাগর চালু করা হবে। পরিবহণ দফতরের নয়া এই উদ্যোগে ভোগান্তি কমবে যাত্রীদের।

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি নচিকেতা, খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ অনুরাগীদের

হার্টের সমস্যা নিয়ে মধ্যরাতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। আপাতত অবস্থা স্থিতিশীল। গায়কের...

চারদিন পর কিছুটা ছন্দে পরিষেবা! রবিতে বাতিল শতাধিক বিমান

চারদিন পরে কিছুটা স্বাভাবিক চেহারা দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির। রবিবার থেকে পরিষেবা বেশ খানিকটা স্বাভাবিক হওয়ার দাবি করছে উড়ান...

রাজ্যের থেকে বিনামূল্যে জমি নিয়েও যোগা হাসপাতাল হলো না কেন, কেন্দ্রের ব্যর্থতায় ক্ষুব্ধ চিকিৎসকরা

কেন্দ্র কথা দিয়েছিল যোগা হাসপাতাল হবে। কিন্তু কথা রাখল কই? পশ্চিমবঙ্গ সরকার (Govt of WB) জমি বিনামূল্যে জমি...

নোদাখালি জঙ্গলে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে! 

দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে (Nodakhali, North 24 parganas) বাড়ির পাশে জঙ্গল থেকে ৪০ বছর বয়সী এক মহিলার অর্ধনগ্ন...